নিজস্ব প্রতিবেদন: জীবন ও জীবিকার ভারসাম্য রাখতে রাজ্যে লকডাউন করা হয়নি। বিধিনিষেধ জারি করা হয়েছে। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বণিকসভাগুলির সঙ্গে বৈঠকে আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,,''অন্যান্য রাজ্যে পুরোপুরি লকডাউন করা হয়েছে। আমরা কিন্তু সেটা করিনি। আমরা কিছু বিধিনিষেধ জারি করেছি। আমরা কারফিউও করিনি। তবে রাত ৯ থেকে ভোর ৫টা পর্যন্ত সব বন্ধ রেখেছি।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৫ মে রাজ্য়ে বিধিনিষেধ ঘোষণা করেছে নবান্ন। তবে আর্থিক কর্মকাণ্ডের গতি যতটা সম্ভব সচল রাখা হয়েছে। সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) এ দিন বলেন,''সকাল ৭টা থেকে ১০ পর্যন্ত দোকান-বাজার সব খোলা। ১২টা থেকে ৩টে পর্যন্ত  শাড়ি-সহ অন্যান্য দোকানও খোলা রয়েছে। কোনও অসুবিধা নেই। মিষ্টির দোকান ১০টা থেকে ৫টা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। সোনা, জামাকাপড় ও রেডিমেড দোকান ১২টা থেকে ৩ টে পর্যন্ত খোলা। একেবারে পুরো বন্ধ নয়। যতটা সম্ভব খুলে রেখেছি।''


নির্মাণ সংস্থাগুলিকেও ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান,প্রকল্প শীঘ্রই শেষ হতে পারে বা কিছুটা বাকি থাকলে শ্রমিকদের নিজেদের জায়গায় রেখে কাজ করাতে পারে নির্মাণ সংস্থাগুলি। তবে সামাজিক দূরত্ব রাখতে হবে।


এ দিন আরও কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেগুলি হল- কর্মীদের টিকা দেওয়ার পর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ চালু রাখা যাবে। ১৬ জুন থেকে বিধি মেনে খোলা যাবে শপিংমল। তবে ২৫ শতাংশ ক্রেতা ঢুকতে পারবেন। এর পাশাপাশি খুচরো দোকানগুলি ১২টা থেকে ৪ পর্যন্ত খোলা থাকবে পরের ধাপে। ১০ শতাংশ কর্মী নিয়ে দুটি শিফটে কাজ করতে পারে তথ্যপ্রযুক্তি শিল্প।


আরও পড়ুন- রাজ্যে ৫টা থেকে ৮টা পর্যন্ত খুলবে হোটেল-রেস্তোরাঁ, ছাড় খুচরো দোকানকে, ঘোষণা Mamata-র