ওয়েব ডেস্ক : "আমরা এই সমস্যার সমাধান চাই। একের পর এক ফালতু, বেকার ঘোষণার কোনও প্রয়োজন নেই। একের পর এক অদূরদর্শিতা আরও জটিল করে পরিস্থিতি। আমার কাছে এই সমস্যা সমাধানের কিছু সুনির্দিষ্ট পরামর্শ আছে।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তে মানুষের ভোগান্তির প্রতিবাদে তিনদিন ধরেই রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন মমতা ব্যানার্জি। রাষ্ট্রপতির কাছে দরবার থেকে কেজরিওয়ালকে পাশে নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সামনে ধরনা। এরপর বিভিন্ন রাজ্যে গিয়ে সমাবেশ করারও কর্মসূচি রয়েছে তাঁর।


এর আগে আজ মমতা ব্যানার্জি বলেন, "সরকারের উচিত ছিল পুরনো নোট বাজারে থাকা অবস্থাতেই পর্যাপ্ত নতুন নোট বাজারে নিয়ে আসা। সেইসঙ্গে ১০০-৫০-২০ টাকার নোটও যেন দরকার মতো পাওয়া যায়। এরপর সবার হাতে নতুন নোট পৌঁছে গেলেই ৩০ ডিসেম্বরের মধ্যে পুরনো নোট বাতিল করে দেওয়া হত।" 



আরও পড়ুন, আয়কর বাতিল করে এবার কি সরকার এই ট্যাক্সটি-ই বসাবে?