DA Movement: শুধু মৌ সাক্ষর নয় রাজ্যে কর্ম সংস্থানের ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী, সরব ডিএ আন্দোলনারীরা
DA Movement:ঠিক ৩০০ দিন আগে কেন্দ্রের সমহারে মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে শহিদ মিনার পাদদেশে আন্দোলন শুরু করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই আন্দোলনের আজ ৩০০ দিন
অয়ন ঘোষাল: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার বিনিয়োগ করার কথা ঘোষণা করেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। শোনা যাচ্ছে রাশিয়া রাজ্যে বিনিয়োগ করতে পারে। রাজ্যে হাসপাতাল গড়ার কথা ঘোষণা করেছেন ডা দেবী শেঠি। এসব কথাকে গুরুত্ব দিতে নারাজ শহিদ মিনারে অবস্থানরত ডিএ আন্দোলনকারীরা। তাঁদের দাবি, রাজ্যে শিল্প এনে কর্ম সংস্থানের ব্যবস্থা করুন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-'যদি পারেন দেখুন, পর্যাপ্ত আর্থিক সহযোগিতা না পেয়েও আমরা কতটা উন্নতি করেছি'
ঠিক ৩০০ দিন আগে কেন্দ্রের সমহারে মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে শহিদ মিনার পাদদেশে আন্দোলন শুরু করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই আন্দোলনের আজ ৩০০ দিন। এর মধ্যে প্রচুর মামলা, নবান্ন অভিযান, কালীঘাট অভিযান সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনের মূল লক্ষ্য পূরণ হয়নি।
ডিএ আন্দোলনকারীদের দাবি, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন চলছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যে প্রচুর বিনিয়োগ ইতিমধ্যেই সুনিশ্চিত হয়েছে। শুধু মুখের কথা নয়। এবার শিল্প এনে কর্ম সংস্থানের ব্যাবস্থা করুক মুখ্যমন্ত্রী। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যের হাতে ডি এ দেওয়ার মতো টাকার সংস্থান রয়েছে। অথচ তা মেটানো হচ্ছে না। সব থেকে বেশি সঙ্কটে পড়েছেন পেনশনভোগীরা। তাদের অনেকের এখন মাসিক ওষুধ কেনার পয়সা নেই। এই অবস্থায়, বকেয়া না মেটা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য়, মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনেই মুকেশ আম্বানির ঘোষণা, 'বাংলা এখন অন্যতম বিনিয়োগের গন্তব্য। রিলায়েন্স ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। আগামী ৩ বছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করব'।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'এখন ভারতে একটাই কর জিএসটি। রাজ্য কর আদায় করতে পারে না। শুধুমাত্র কেন্দ্র সরকার আয় আদায় করে এবং আমাদের ভাগ দেয়'। এরপর হাত জোড় করে তাঁর মন্তব্য, 'সেটাও..আমি দুঃখিত, এসব বলা উচিত নয়। আমাকে ক্ষমা করবেন। আমরা আমাদের ভাগ পাচ্ছি না। এমনকী গবীর শ্রমিক, যাঁরা একশোর দিনের প্রকল্পের কাজ করেছিল, তাদের বেতন দেওয়া হচ্ছে না'।
কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'রাজনৈতিক ভাষণ দেব মঞ্চে দাঁড়িয়ে, এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়। একশোর দিনের কাজের টাকা প্রসঙ্গ শিল্প সম্মেলনে তুলে মুখ্যমন্ত্রীর প্রমাণ করে দিলেন, আসলে পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক পরিস্থিতি, এখানকার অর্থনৈতিক অবস্থা, এখানকার মানুষের ক্রয় ক্ষমতা কোথায় আছে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)