BGBS | Mamata Banerjee: 'যদি পারেন দেখুন, পর্যাপ্ত আর্থিক সহযোগিতা না পেয়েও আমরা কতটা উন্নতি করেছি'

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মঞ্চে বঞ্চনার অভিযোগে কেন্দ্রের সমালোচনায় সবর মুখ্যমন্ত্রী। 

Updated By: Nov 21, 2023, 07:23 PM IST
BGBS | Mamata Banerjee: 'যদি পারেন দেখুন, পর্যাপ্ত আর্থিক সহযোগিতা না পেয়েও আমরা কতটা উন্নতি করেছি'

সুতপা সেন: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে 'কেন্দ্রীয় বঞ্চনা'র প্রসঙ্গ।  'যদি পারেন দেখুন, পর্যাপ্ত আর্থিক সহযোগিতা না পেয়েও আমরা কতটা উন্নতি করেছি', বললেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: BGBS 2023| Dr Devi Shetty: কাজ পাবেন ১০ হাজার মানুষ, ২ বছরেই রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল ডা দেবী শেঠির

নজর এবার ছোট শিল্পে।  প্রতিবছরের যেমন হয়, এবছরও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হল নিউটাউনের কনভেনশন সেন্টারে। আজ, মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনেই মুকেশ আম্বানির ঘোষণা, 'বাংলা এখন অন্যতম বিনিয়োগের গন্তব্য। রিলায়েন্স  ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। আগামী ৩ বছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করব'। 

মুখ্যমন্ত্রী বলেন, 'এখন ভারতে একটাই কর জিএসটি। রাজ্য কর আদায় করতে পারে না। শুধুমাত্র কেন্দ্র সরকার আয় আদায় করে এবং আমাদের ভাগ দেয়'। এরপর হাত জোড় করে তাঁর মন্তব্য, 'সেটাও..আমি দুঃখিত, এসব বলা উচিত নয়। আমাকে ক্ষমা করবেন। আমরা আমাদের ভাগ পাচ্ছি না। এমনকী গবীর শ্রমিক, যাঁরা একশোর  দিনের প্রকল্পের কাজ করেছিল, তাদের বেতন দেওয়া হচ্ছে না'।

কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'রাজনৈতিক ভাষণ দেব মঞ্চে দাঁড়িয়ে, এটা মুখ্যমন্ত্রীর কাজ নয়।  একশোর দিনের কাজের টাকা প্রসঙ্গ শিল্প সম্মেলনে তুলে মুখ্যমন্ত্রীর প্রমাণ করে দিলেন, আসলে পশ্চিমবঙ্গের আর্থ-সামাজিক পরিস্থিতি, এখানকার অর্থনৈতিক অবস্থা, এখানকার মানুষের ক্রয় ক্ষমতা কোথায় আছে'।

শমীকের দাবি, 'পশ্চিমবঙ্গের মানুষ যদি উপযুক্ত মজুরি পেত, তাহলে ৭ কোটি পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে চলে যেত না। উচ্চশিক্ষিত ছেলে-মেয়েরা যদি পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ পেত, তাহলে বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা হত না।  ১৪ লক্ষ ৬০ হাজার সেখানে বাংলার ছেলেমেয়ে কর্মরত হত না'।

আরও পড়ুন: BGBS 2023: এক মেসেজেই উত্তর দেন দিদি, বাংলার উপরে আস্থা রাখুন: সৌরভ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.