নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সব নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মমতা বলেন,''কেন্দ্র ভ্যাকসিন পাঠানোর পর রাজ্যে সব নাগরিককে বিনামূল্যে দেব।'' গরিব মানুষের রুটিরুজির জন্য সম্পূর্ণ লকডাউন হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর বার্তা, লকডাউনের মতো আচরণ করুন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় সরকার রাজ্যে ভ্যাকসিন না পাঠানোয় টিকাকরণ কর্মসূচি ধাক্কা খাচ্ছে বলে অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,''১ লক্ষ ভ্যাকসিন পাঠিয়েছে। এটা কিছুই না। মানে ৫০ হাজার লোক প্রতিষেধক পাবে। আমার দরকার ১০ কোটি ডোজ। আমরা ৩ কোটি চেয়েছি। পেয়েছি মাত্র ১ লক্ষ। তাতে লাভ নেই। ১ কোটি লোককে ইতিমধ্যেই টিকা দিয়েছি। আমাদের দরকার ৩-৪ কোটি। ১ কোটি দেব বেসরকারি হাসপাতালকে।''


রাজ্যকে বিনামূল্যে প্রতিষেধক দেওয়া উচিত বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,''সরকারের অনেক টাকা আছে। ৩০ হাজার কোটি টাকা দিলে ভ্যাকসিনটা সবাইকে দেওয়া দেওয়া যেতে পারে। ৬৫ শতাংশ টিকা বাইরে গিয়ে চলে গিয়েছি। এই অবস্থায় টিকার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে। যে দেশগুলিতে পাওয়া যাচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ করুক। বিকল্প ভ্যাকসিন আনাতে হবে কেন্দ্রকে। অক্সিজেন ও ভ্যাকসিন নীতি তৈরি করতে হবে কেন্দ্রকে।''


সম্পূর্ণ লকডাউনে সায় নেই মমতার। তাঁর কথায়,''লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। একদম লকডাউন করলে লোকে খেতে পাবে না। লকডাউনের মতো আচরণ করুন।''    


আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা ও লুঠতরাজ, পদক্ষেপ করেনি প্রশাসন, আমি যাব: Dhankhar