ওয়েব ডেস্ক : GST নিয়ে কেন্দ্রকে কড়া তোপ মমতার। আজ এক ফেসবুক বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, GST চালু হলে ছোট, মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। সাধারণ মানুষের জীবনে অন্ধকার নেমে আসবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

GST আইনে গ্রেফতারের ক্ষমতা থাকছে। এই আইনে ব্যবসায়ীদের ১ থেকে ৫বছর পর্যন্ত জেল হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁর কাছে এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। তাঁর আশঙ্কা, এই আইন রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহার করা হতে পারে।


আজ রাত ১২ টায় সূচনা হবে GST-র। GST-র বিরোধিতায় আজ সেন্ট্রাল হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বাম দলগুলি।


আরও পড়ুন,