Mamata Banerjee: `হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল`, কুস্তিগীরদের পাশে মমতা
`আমাদের যাঁরা কুস্তিগীর আছে, তাঁদের এত মেরেছে, যে দেশের সম্মান ধুলো মিশে গিয়েছে`।
সুতপা সেন: 'দেশের সম্মান ধুলোয় মিশে গিয়েছে'। কুস্তিগীরদের পাশে মমতা। জানালেন, 'কুস্তিগীরদের সমর্থন জানাতে কাল হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল হবে'।
নাবালিকা সহ মহিলা ক্রীড়াবিদদের যৌন হয়রানি! ডব্লিউএফআই সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কবে পদক্ষেপ? ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে শামিল সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট-সহ দেশের প্রথমসারির কুস্তিগীরা। সেই আন্দোলনই এবার তীব্র হচ্ছে আরও।
কীভাবে? এদিন কুস্তিগীর বজরং পুনিয়ার ট্যুইটারে পোস্ট করা একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা আজ সন্ধ্যা ৬ টায় হরিদ্বারের গঙ্গায় আমাদের পদক ভাসিয়ে দেব’।
আরও পড়ুন: Mamata On Bayron Biswas: তৃণমূলে কংগ্রেস বিধায়ক বাইরন, লোকাল বিষয় বলে মুখ খুললেন মমতা
এদিকে কুস্তিগীর সঙ্গে কেন্দ্রের সংঘাত যখন চরমে, তখন চুপ করে থাকলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'আমাদের যাঁরা কুস্তিগীর আছে, তাঁদের এত মেরেছে, যে দেশের সম্মান ধুলো মিশে গিয়েছে। আমি ওদের সঙ্গে কথা বলেছি। বলেছি, আপনাদের সাথে আমরা আছি। ক্রীড়ামন্ত্রীকে বলেছি, খেলোয়াড়দের নিয়ে কাল একটা মিছিল করতে। হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত'।
এর আগে, দিল্লিতে নতুন সংসদ ভবন অভিযান করতে গেলে, আটক করা হয় নেশ ফোগাট (Vinesh Phogat)-সাক্ষী মালিকদের (Sakshi Malik) মতো অলিম্পিক্সে পদকজয়ী মহিলা কুস্তিগীরদের। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ এনে এফআইআর দায়ের করে দিল্লি পুলিস (Delhi Police)! রাস্তায় ফেলে দেশের সেরা কুস্তিগীরদের চরম হেনস্তা করা হয়।