নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকায় আকাশপথে পরিদর্শন করবেন। সাংবাদিক বৈঠকে সে কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর সঙ্গে যাবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণার পর সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন,''শুক্রবার, ২৮ তারিখ ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় আকাশপথে পরিদর্শন করবেন মমতা। দুপুরে হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জ পৌঁছবেন। সন্দেশখালি, ধামাখালি-সহ বিস্তীর্ণ এলাকা আকাশপথে পরিদর্শন করবেন তিনি। এরপর হেলিকপ্টার যাবে সাগরে। সুন্দরবনের বন্যাবিধ্বস্ত এলাকাগুলি নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন। এরপর মুখ্যমন্ত্রী যাবেন দিঘায়। পরেরদিন তাঁর প্রশাসনিক বৈঠক। ২৯ তারিখ ফিরবেন কলকাতায়।'' 


রাজ্যে দুর্যোগের ক্ষতিক্ষতির প্রাথমিক হিসাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বলেন,''১৫ লক্ষ ৪ হাজার ৫০৬ জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় ১ কোটি মানুষ দুর্যোগে আক্রান্ত। ৩ লক্ষের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। ত্রাণশিবির চলছে ১৪ হাজার। ১৩৪টি বাঁধ ভেঙেছে। ১০ লক্ষ ত্রিপল বিলি করা হয়েছে। পাঠানো হয়েছে শুকনো খাবার ও পথ্য।''


উল্লেখ্য গতবছর আমপানের পর রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদী। আকাশপথে একযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে করেছিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।  


আরও পড়ুন- বুধ-বৃহস্পতিবার ভরা কোটাল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ Mamata-র