আজ ভুবনেশ্বরে বৈঠকে অমিত-মমতা, সেটিংয়ের অভিযোগ সেলিম-অধীরের
ভুবনেশ্বরে পৌছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ভুবনেশ্বরে আজ ২৪ তম পূর্বাঞ্চল কাউন্সিল বৈঠক। আর ওই বৈঠকে ৫টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহের বৈঠক নিয়ে ইতিমধ্যেই সেটিং ধুয়ো তুলে দিয়েছে বিরোধীরা। মহম্মদ সেলিমের কটাক্ষ, ''দিদিকে বলোতে বলে লাভ নেই। দিদি কিছু বলবেন না। পক্ষ নিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী এনিয়ে চিন্তিত নন। নিজের অবস্থান বাঁচাতে ব্যস্ত উনি। অধীরের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার প্রতিবাদে বৈঠক বাতিল করুন মমতা।
সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, ''স্বাধীনতার পর থেকে হিংসাগ্রস্ত এলাকায় যান বাংলার সাংসদরা। এখন সেটা হচ্ছে না। যেহেতু মুখ্যমন্ত্রী কোনও কথা বলছেন না, তাদের দলের নেতারাও নীরব। অমিত শাহের সঙ্গে দেখা করে রাজীব কুমারের জন্য উনি ব্যবস্থা করেছিলেন। তার বদলে রাজ্যে লুকিয়ে এনপিআর করেছেন, ডিটেনশন ক্যাম্প হয়েছে। বিনিময়ে সারদা, নারদার তদন্তকারী অফিসারদের সরিয়ে নিয়েছে কেন্দ্র।''
লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর কথায়,''বাংলার অগ্নিকন্যা কি দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গার আঁচ অনুভব করছেন না? ঘটনার নিন্দা করার প্রয়োজন মনে করলেন না। অবাক হলাম! দাঙ্গার প্রতিবাদ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার প্রতিবাদে মিটিং বাতিল করুন।''
প্রসঙ্গত, ভুবনেশ্বরে পৌছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তঃরাজ্য বৈঠকে মমতা ছাড়াও থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আজ সকাল ১০টায় ভুবনেশ্বরের লোকসেবা ভবন চত্বরের নিউ কনভেনশন সেন্টারে শুরু হবে বৈঠক। কী নিয়ে আলোচনা হবে বৈঠকে? মাওবাদী-সমস্যা সমাধানে আন্তঃরাজ্য সমন্বয় থেকে জলবন্টন, কয়লার রয়্যালিটি-সহ বেশ কিছু বিষয় নিয়ে আগামিকাল আলোচনা হবে বলেই খবর। এই বৈঠকের পর অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক হওয়ারও কথা।
আরও পড়ুন- তাহিরের বিরুদ্ধে FIR, জড়িত হলে দ্বিগুণ শাস্তি দিন, মুখরক্ষায় কেজরী