সুতপা সেন:  'বেআইনি বাজি কারখানা চলতে দেওয়া যাবে না'। স্রেফ সিআইডি তদন্ত নয়, বজবজে যাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চান তিনি। নবান্ন সূত্রের তেমনই খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যবধান মাত্র ৬ দিনের। ফের বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত্যু হল কিশোরী-সহ ৩ জনের। কীভাবে? বজবজে বিস্ফোরণের তদন্তে নেমেছে সিআইডি।  অভিযোগ, বজবজের নন্দরামপুরের দাস পাড়া এলাকায় অধিকাংশ বাড়িতে নাকি বেআইনিভাবে বাজি তৈরি করা হয়। বিস্ফোরণের পর পুরুষরা আপাতত এলাকাছাড়া। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২০ হাজার কেজি বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার করেছে পুলিস।


এদিকে রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সরকারি আধিকারিকদের কাছে তিনি জানতে চান, 'কীভাবে একের পর এক বেআইনি বাজি কারখানা চলছে? প্রশাসনের কাছে খবর নেই কেন'? সঙ্গে কড়া বার্তা, 'বেআইনি বাজি কারখানা চলতে দেওয়া যাবে না'। এরপরই মুখ্যমন্ত্রী নিজে বজবজে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।


আরও পড়ুন: Tapas Roy: 'যোগ্যতায় আমার ধারে কাছে নেই, তাঁরা অনেকেই মন্ত্রী', বিস্ফোরক তাপস রায়


স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন সাড়ে সাতটা। রবিবার সন্ধে বজবজের বজবজের নন্দরামপুরের দাস পাড়ায় একটি বাজি কারখানায় প্রথমে আগুন লেগে যায়। তারপর বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা! এরআগে, বৃহস্পতিবার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুরের এগরায়ও। কেন বারবার বিস্ফোরণ?  বাজি কারখানা নিয়ে ক্লাস্টার তৈরি করা যায় কিনা. তা খতিয়ে দেখার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)