নিজস্ব প্রতিবেদন: জল বাঁচানোর বার্তা দিতে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা নিয়ে পথে হাঁটবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, একটি গানও লিখে ফেলেছেন মমতা। গেয়েছেন ইন্দ্রনীল সেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, '১২ জুলাই জল বাঁচাও দিবস পালন করবে বাংলা। সেই উপলক্ষে বেলা ৩টেয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে গান্ধীমূর্তি পর্যন্ত পদযাত্রায় অংশ নেব। সকলকে সামিল হওয়ার আহ্বান করছি'। এরইসঙ্গে 'জল বাঁচাও' নিয়ে একটি গানও লিখেছেন মুখ্যমন্ত্রী। সেটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। 



অতিসম্প্রতি নীতি আয়োগের রিপোর্টে প্রকাশিত হয়েছে, ভারতে তীব্র জলসঙ্কট দেখা দিতে চলেছে। আগামী কয়েক বছরের মধ্যে ভারতের কিয়দংশ শহরে দেখা দেবে পানীয় জলের হাহাকার। ইতিমধ্যেই চেন্নাইয়ে পানীয় জল অমিল। সেখানে সিনেমায় বৃষ্টির দৃশ্যের শ্যুটিং স্থগিত করেছেন নির্মাতারা।


জল সঙ্কট সমস্যা হলেও মুখ্যমন্ত্রীর এহেন কর্মসূচির নেপথ্যে জনসংযোগ ঝালিয়ে নেওয়ার উদ্যোগ দেখতে পারছে রাজনৈতিক মহলের একাংশ। শেষবার কলকাতা শহরে সপ্তম দফার ভোটের আগে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে পদযাত্রা করেছিলেন তৃণমূল নেত্রী। রাজনীতির কারবারিদের মতে, ২১ জুলাই তৃণমূলের শহিদস্মরণ সভার আগে মমতার 'জল বাঁচাও' পদযাত্রা আদতে জনসংযোগযাত্রা। 


আরও পড়ুন- 'আসব, দেখব, জয় করব,' ভোটের পর বদলে গিয়েছে বিজেপি নেতাদের হাবভাব