Bhowanipore Double Murder: `আমি শকড! দ্রুত দোষীরা গ্রেফতার হবে`, ভবানীপুর কান্ডে মেয়েদের সঙ্গে দেখা করে আশ্বাস মুখ্যমন্ত্রীর
`আমি খুব শকড। এটা খুব শান্ত পাড়া। সেখানে এমন ঘটনায় আমরা সবাই খুব শকড।`
নিজস্ব প্রতিবেদন: ৪৮ ঘণ্টা পার। এখনও অধরা খুনি। খুনে একাধিক অভিযুক্ত বলে মনে করছে পুলিস। এই পরিস্থিতিতে বুধবার উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই ভবানীপুর হত্যাকান্ডের ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন নিহত দম্পতির ২ মেয়ের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত দম্পতির ২ মেয়ে।
হাই সিকিউরিটি জোন। ঘটনাস্থল ৭৩এ হরিশ মুখার্জি রোড থেকে মাত্র ৪৫০ মিটার দূরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ি। আর ১০০ মিটার দূরে অভিষেকের বাড়ি। এরকম হাই সিকিউরিটি জোনে হাড়হিম করা হত্যাকান্ডে কার্যত রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। এদিন ভবানীপুরে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, "আমি খুব শকড। এই রাস্তা দিয়ে রোজই আমরা যাতায়াত করি। এটা খুব শান্ত পাড়া। সেখানে এমন ঘটনায় আমরা সবাই খুব শকড। পরিচিত লোকেরই কাজ এটা। পরিচিত কেউ ছাড়া, একাজ কেউ করতে পারে না। আততায়ীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পরিবারের পাশে থাকতে হবে। এত শান্ত পাড়া! ঘটনায় আমি মর্মাহত।"
মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন সিপি বিনীত গোয়েলও। সিপি বিনীত গোয়েলের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে সিপি বিনীত গোয়েল জানান, "সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত করছি। ভীষণভাবে সন্দেহভাজন আছে কয়েকজন। খুনের ঘটনায় পরিবারের পরিচিত কেউই জড়িত। সম্ভবত ২-এর বেশি আততায়ী। খুনের পিছনে ব্যক্তিগত শত্রুতাই কারণ বলে প্রাথমিকভাবে অনুমান। দ্রুত অভিযুক্তরা গ্রেফতার হবে।"