`নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেবেন না`, যাদবপুর নিয়ে রাজ্যপালকে হুঁশিয়ারি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, `নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। আপনি নমিনেটেড আমি ইলেক্টেড। বিজেপি সেলের নেতাকে যাদবপুরের উপাচার্য করেছেন। নিজের বন্ধুদের এনে বিশ্ববিদ্যালয়ে বসিয়ে দিচ্ছেন।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সমাবেশে এদিন যাদবপুর প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যপাল সংবিধান লঙ্ঘন করছেন। নিজের বন্ধুকে ভিসি করে বসিয়ে দিচ্ছেন। বিজেপির লোককে যাদবপুরে বসিয়ে দিয়েছে।
আরও পড়ুন, Mamata Banerjee: 'কোনও কোনও পুলিস চোখ বুজে বেআইনি কাজ দেখছে', বিস্ফোরণকাণ্ডে তীব্র তোপ মমতার
এমনকী রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। আপনি নমিনেটেড আমি ইলেক্টেড। বিজেপি সেলের নেতাকে যাদবপুরের উপাচার্য করেছেন। নিজের বন্ধুদের এনে বিশ্ববিদ্যালয়ে বসিয়ে দিচ্ছেন। সংবিধান লঙ্ঘন করেছেন রাজ্যপাল'।
এদিন রাজ্যপালকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'এখন তো আবার একজন ছাতা হয়ে আছেন। তিনি তো কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না। কোনও নিয়মও মানেন না। আমি তাঁর চেয়ারকে সম্মান করি। কিন্তু ব্যক্তি হিসেবে তাঁর কার্যকলাপকে আমি কোনওভাবেই সম্মান করছি না। তিনি সংবিধান লঙ্ঘন করছেন।'
মমতার দাবি, বিশ্ববিদ্যালয়ের নামে কল যাচ্ছে। ছাত্রদের ডেকে বলছে দুর্নীতি কি বলতে পার? আরে আপনারাই তো দুর্নীতি করেছেন। বিজেপির রাজ্যে তো টিম যায় না। বিজেপি নেতাদের ঘরে ইডি, সিবিআই যায় না। তিনি বলেন, 'সব জায়গায় বিশ্ববিদ্যালয়গুলিতে দেখুন টালমাটাল অবস্থা। নিজের বন্ধুকে এনে বসিয়ে দিয়েছে উপাচার্য করে। আইপিএস, কোনওদিন ট্রেনিংই নেয়নি। ১০ বছর অধ্যাপনা করতে হয় ভিসি হতে গেলে। তাঁকে এসে বসিয়ে দিয়েছে উপাচার্যের চেয়ারে। যাদবপুরে বিজেপি সেলের প্রেসিডেন্টকে বসিয়ে দিয়েছে ভিসি করে। এটা কি মগের মুলুক নাকি।'
সম্প্রতি যাদবপুরে বিজেপির যুবমোর্চার মিছিল থেকেই উঠে আসে সেই বিতর্কিত স্লোগান, 'গোলি মারো। সে প্রসঙ্গেই মমতা বলেন, 'যাদবপুরে বিক্ষোভ দেখাবি দেখা। আমার স্বপ্নের স্বপন হারিয়ে গিয়েছে। আমার দুঃখের সীমা নেই। আমি বলব, বিচার চাও। কিন্তু বিচার চাইবার পদ্ধতি এটা নয়। গোলি মারো! দেখি তো কতবড় সাহস? মার গোলি এখানে! আমি দেখছি তোদের। আমি পুলিসকে বলেছি, সবকটাকে গ্রেফতার করতে হবে। গোলি মারার অধিকার কারও নেই।'
আরও পড়ুন, Mamata Banerjee | Abhishek Banerjee: 'অভিষেককে ভোটের আগে গ্রেফতার করব!'