নিজস্ব প্রতিবেদন: কাশফুলের বালাপোশ ও বালিশ। হাওড়া জেলায় প্রশাসনিক বৈঠকে 'নতুন আইডিয়া' দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাশফুল থেকে বালিশ তৈরির ভাবনা মাথায় এসেছে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে সেটাই ব্যক্ত করলেন তিনি। বলেন,''আমার একটা আইডিয়া আছে। এই যে বাংলায় পুজোর একমাস আগে থেকে কাশফুল হয়। এই কাশফুলটা উড়ে চলে যায় কোনও কাজে লাগে না। এই কাশফুলটা যদি টেকনিক্যালি, কেমিক্যালি কী সব দিতে হবে জানি না, এসব গবেষণার ব্যাপার। এই কাশফুল দিয়ে বালিশ, বালাপোশ তৈরি হতে পারে দারুণভাবে। ওই বালিশ প্রচুর টাকা দিয়ে কিনবে যাঁদের ক্ষমতা আছে।'' প্রশাসনকে মমতার নির্দেশ,''কাশফুলটা কীভাবে ব্যবহার করতে পারো দেখো তো। এটা আসে চলে যায়। গাছের পাতা থেকে যেমন ওষুধ হয় তেমন কাশফুলটা অনেক কাজে লাগবে।''   


এর মাঝেই শাটল কক উৎপাদনের কাঁচামাল প্রসঙ্গে মমতা বলেন,''ওরা যেটা বলল হাঁসের পালক। এটা একটা আইডিয়া। মুরগির পালকও (শাটল কক) তো হতে পারে?'' সংস্থার কর্তা জানান,''না, ম্যাম সাদা পালক দরকার। শাটল ককের জন্য একটি বিশেষ ধরনের হাঁস আছে।''  


মুখ্যসচিব বলেন, ''ওদের অনুরোধ করেছি ছোট জায়গা দিতে পারে তাহলে...'' মমতা বলতে শুরু করেন,''আপনারা যেখানে ক্লাস্টার করছেন সেখানে ছোট জায়গা দিলে শিল্প দফতর কিছু করতে পারে। তাহলে ঘরের সামনেই পেয়ে গেলেন। মানে দুয়ারে হাঁসের পালক।''


আরও পড়ুন- সীমান্তেও চাই গোশালা, BSF-এর কাছে দাবি শুভেন্দুর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)