ওয়েব ডেস্ক: এক সপ্তাহের মধ্যে গ্রেফতার দলের দুই সাংসদ। মোদীর বিরুদ্ধে অল আউট আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুঁড়লেন, CBI কে ব্যবহার করে তাঁকে দমানো যাবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


তাপস পালের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে CBI-র হাতে গ্রেফতার ২ তৃণমূল সাংসদ। আর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নয়। এবার মোদীকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়লেন দিদি।



"ওপেন চ্যালেঞ্জ'



উপলক্ষ্য জঙ্গলমহল উদ্বোধনের সূচনা। তখনও গ্রেফতার হন নি সুদীপ। কিন্তু, মেদিনীপুরের মঞ্চ থেকে সুর সপ্তমে বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। আগাগোড়া নিশানা করলেন মোদীকে। যে দুর্নীতি হঠাওয়ের ডাক দিয়ে নোটবন্দির সিদ্ধান্ত সেই অস্ত্রেই মোদীকে পাল্টা বিঁধলেন।



"টাকা কোথায় যাচ্ছে?'



সুর চড়ালেন চিটফান্ড নিয়েও। নিশানা করলেন বামেদের। প্রশ্ন তুললেন, কেন শুধু তৃণমূল টার্গেট?কেন ১৯৮০ থেকে তদন্ত হচ্ছে না?



"১৯৮০ থেকে তদন্ত নয় কেন?'



আগাগোড়া অ্যাটাকিং মোড। শেষেও সুর সেই সপ্তমেই বেঁধে রাখলেন তৃণমূল সুপ্রিমো।



"চ্যালেঞ্জ-চ্যালেঞ্জ-চ্যালেঞ্জ'



নোটবন্দি ঘিরে দেশজুড়ে মোদী বিরোধী আন্দোলন। আর দুর্নীতির অভিযোগে CBI-র জালে একের পর এক তৃণমূল নেতা। আগামিদিনে দিদি ভার্সেস মোদী লড়াই কোনদিকে গড়ায় আপাতত সেদিকে নজর রাজনৈতিক মহলের।