ওয়েব ডেস্ক: শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে কার্যত দুমুখো অবস্থান নিল বিজেপি। আগামিকালের অনুষ্ঠান বয়কট করছে রাজ্য বিজেপি। অথচ, উপস্থিত থাকবেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিজেপির  যুক্তি, প্রোটোকল মেনেই আসছেন তিনি। কিন্তু, প্রশ্ন উঠছে যেখানে সন্ত্রাস ইস্যুতে রাজ্য বিজেপি সরব, সেখানে কেন দুই কেন্দ্রীয় মন্ত্রী  আসছেন? রাজ্যসভায় তৃণমূলকে পাশে পাওয়ার জন্যই কি এই দুমুখো নীতি? 


কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য এই প্রশ্নের উত্তর নিয়েও তৈরি। শপথগ্রহণ অনুষ্ঠানেক পরই প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করবেন অরুণ জেটলি ও বাবুল সুপ্রিয়। সেই বৈঠকেই রাজ্য বিজেপির পাশে থাকার বার্তা দিতে পারেন দুই কেন্দ্রীয় মন্ত্রী।