ওয়েব ডেস্ক: এবার সংখ্যালঘু ইস্যুতে মোদী-বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইনডোরের সভায় একের পর এক তোপ দাগলেন গৈরিক শিবিরের উদ্দেশ্যে। দিল্লিতে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ঝড় উঠল সংসদে। আর তারপরই কলকাতায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোর স্টেডিয়ামে সংখ্যালঘু উন্নয়ন সংক্রান্ত এক অনুষ্ঠানে নিশানা করলেন মোদী সরকারকে। প্রথমে মোদী। তারপর বিজেপি। তৃণমূল দলনেত্রীর ভাবনা খুব স্বচ্ছ। নিশানা নিখুঁত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রাতের শহরে দুষ্কৃতী তাণ্ডব


রাজ্যের দাবি আদায় করতে হলে দিল্লি চাপে রাখতে হবে মোদী সরকারকে। আবার রাজ্যে সংখ্যালঘুদের ভরসা ধরে রাখতে হলে বিজেপির বিরুদ্ধে কঠোর হতে হবে। এইভাবেই এগোচ্ছন মমতা।


আরও পড়ুন  সরকারি রেশন ব্যবস্থার মতনই মুদি দোকানেও ডিসকাউন্ট!