ওয়েব ডেস্ক: বুদ্বিজীবী ফর্মুলাতেই ফের শান মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় নেতা মন্ত্রীদের মঞ্চের বাইরে রেখে এগিয়ে দিলেন শিল্পী-সাহিত্যিকদের। পালাবদলের সময়ও কলকাতা দাপিয়ে বেড়িয়েছিল বুদ্বিজীবীদের মিছিল। সেই অভিজ্ঞতার ওপর ভর করেই কি মমতার এবার মোদী হটাও কৌশল? নোট বাতিল আন্দোলনকে পরিণত করতে চাইছেন জন আন্দোলনে? কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা। মুখ্যমন্ত্রীর সঙ্গেই মিছিলে সামিল টলিউড। যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মোদী হঠাওয়ের ডাক দিচ্ছেন সেখানেও হাজির সেলিব্রিটি-বুদ্ধিজীবীরা। নেই তৃণমূলের কোনও নেতা। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা তখন মঞ্চের নীচে ভিড় সামলাতে ব্যস্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মঙ্গলবারই শেষ হয়ে যেতে পারে মোহালি টেস্ট!


রাজ্যে পালাবদলের সময় মমতার আহ্বানে সাড়া দেন বুদ্ধিজীবীরা। এ বার মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়েও মমতার পাশে তাঁরা। রাজনৈতিক মহল বলছে, দু-হাজার এগারোর অভিজ্ঞতায় ভর করেই এ বারও সেলিব্রিটি-বুদ্ধিজীবীদের সামনের সারিতে রাখছেন তৃণমূল নেত্রী। একদিকে সেলিব্রিটি-বুদ্ধিজীবীদের সামনে এনে নোট ইস্যুতে মোদী-বিরোধী লড়াইকে গণ-আন্দোলনের চেহারা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, দলীয় নেতাদের বদলে বুদ্ধিজীবীদের মঞ্চে তুলে স্বচ্ছতার বার্তা দিতে চাইছেন তিনি।


আরও পড়ুন  নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মোদীকে কী হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী?