পিয়ালি মিত্র ও চম্পক দত্ত: ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ শুরুর আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি অস্ত্র-সহ ধরা পড়ে সেখ নুর আমিন নামে এক যুবক। কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়ে নুরের 'পুলিস' লেখা গাড়িটিকে আটকায় ওই পুলিস। তার গাড়ি থেকে উদ্ধার হয় ভোজালি, ছুরি, আগ্নেয়াস্ত্র ও মাদক। তার কাছ থেকে কিছু ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ; ব্যবসায়ীদের আশ্বাস, একুশের সমাবেশ থেকেই হাওড়ায় মমতা 


ধৃত ওই যুবকের শ্বশুরবাড়ি মেদিনীপুর শহরের আলিগঞ্জ কসাইপাড়া এলাকায়। নুরের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধৃতের স্ত্রীর দাবি, মানবাধিকার সংগঠনের সদস্য হিসেবে নুর একুশে জুলাইয়ের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন। কিছুদিন ধরেই ও মানসিকভাবে অসুস্থ। ওর গাড়ি থেকে যে বন্ধুক উদ্ধার হয়েছে বলা হচ্ছে তা আসলে লাইটার। 


আটক হওয়ার পরও নুর আমিনকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। বিভিন্ন এসেন্সির তরফে চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে পুলিস। কারণ মুখ্যমন্ত্রীর বাড়ির গলির মুখেই অস্ত্রসহ ধরা পড়েছে সে। পাশাপাশি তার কাছ থেকে কয়েকটি ভুয়ো আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিসকে নুর জানিয়েছে সে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু তার গাড়িতে অস্ত্র,মাদক কেন? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি নুর। পাশাপাশি তার কথায় বেশকিছু অসংগতি পাওয়া গিয়েছে বলে পুলিস সূত্রে খবর। সে যা বলছে তা কতটা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখছে পুলিস। 


২০২১ সালে একবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ভেঙে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে এক যুবক। গোটা একটা রাত হাতে অস্ত্র নিয়ে সে লুকিয়ে ছিল কন্ফারেন্স হলের পেছনে। বর্তমানে ১ বছর সাজা হয়েছে ওই যুবকের। তবে নুর আমিনের ক্ষেত্রে এখনওপর্যন্ত জানা যাচ্ছে না সে অস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে আসছিল কেন। নুর আমিনের কাছ থেকে যেসব আইডি কার্ড পাওয়া গিয়েছে তার একদিকে বিএসএফ ও একদিকে পুলিস লেখা। তার গাড়ি থেকে অস্ত্র মাদক পাওয়া গিয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে বেশকিছু নথি। পুলিস কমিশনার জানিয়েছেন, কেন ওই যুবক মুখ্যমন্ত্রীর ঘরের রাস্তায় ঢোকার চেষ্টা করছিলেন তা জানার চেষ্টা চলছে।


জানা যাচ্ছে নুর আমিনের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা। বেশ কয়েক বছর ধরেই ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের কাছ করতেন। আজ বাড়ি থেকে বের হওয়ার সময় নুর বলে আসেন তিনি একুশে জুলাইয়ের মিটিংয়ে যাচ্ছেন। কিন্তু সেখানে না গিয়ে তিনি কেন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এলেন তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিস। আবার তার গাড়িতে পুলিস লেখা কেন? পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে নুরকে। 


নুরের স্ত্রী সংবাদমাধ্য়মে বলেন, গতকাল রাতে আমার সঙ্গে ওর কথা হয়েছিল। রাতে আসবেন বলে গিয়েছিলেন। বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে যাবেন। উনি হিউম্যান রাইটস প্রটেকশনের সদস্য। আমন্ত্রণ পেয়ে তিনি মিটিংয়ে যাচ্ছেন বলে উনি জানিয়েছিলেন। বিএসএফকে কিছু মালপত্র সরবারহ করতেন। যে অস্ত্রের কথা বলা হচ্ছে তা আসলে লাইটার।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)