পেরেক ঢুকলেও অস্ত্রপচারে দেরি;চোখ নষ্ট বারুইপুরের যুবকের, গাফিলতির অভিযোগ কলকাতা মেডিক্যালের বিরুদ্ধে
পরিবারের অভিযোগ, ভর্তি করা হলেও ঠিক সময়ে ইউএসজি-সহ অন্যান্য পরীক্ষা করা হয়নি
নিজস্ব প্রতিবেদন: হাসপাতালের গাফিলতিতে নষ্ট হল চোখ। এমনটাই অভিযোগ উঠেছে কলকাতা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে।
আরও পড়ুন-পৌরসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলায় বজ্রআঁটুনি মমতার, সোমবার বৈঠক জেলার পুলিস অফিসারদের সঙ্গে
শিয়ালদদের একটি ছাপাখানায় কাজ করতেন বারুইপুরের যুবক রাজা নস্কর। কাজ করার সময় তার চোখে পেরেক ঢুকে যায়। সোমবার তাকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যালের রিজিওন্যাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি বিভাগে। পরিবারের অভিযোগ, ভর্তি করা হলেও ঠিক সময়ে ইউএসজি-সহ অন্যান্য পরীক্ষা করা হয়নি রাজার। ফলে সঠিক চিকিত্সা শুরু করা যায়নি।
এদিকে পরে ইউএসজি করে দেখা যায় চোখে পেরেক ঢুকে রয়েছে। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। শুক্রবার অপারেশন করে ওই পেরেক বের করা হয়। ততক্ষণে সংক্রমণের কারণে রাজার ডান চোখটি নষ্ট হয়ে গিয়েছে। পরিবারকে এনিয়ে কিছু বলা হয়নি বলে অভিযোগ। এনিয়ে সুপারের কাছে অভিযোগ জানিয়েছে রাজার পরিবার।
আরও পড়ুন-ডিজিটাল স্টিকার FASTag-এও মিটছে না সমস্যা, টোলপ্লাজায় হয়রানি চালকদের
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, ঘটনাটির তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। চিকিত্সায় গাফিলতি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে।