পিয়ালী মিত্র:মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে পাঁচিল টপকে ঢুকে পড়ল অজ্ঞাত পরিচয় যুবক। যার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল। এনিয়ে রবিবার সকাল থেকে দফায় দফায় বৈঠক করছেন শীর্ষ পুলিস আধিকারিকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই যুবক পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর গাড়ি রাখার জায়গায়। শুধুমাত্র মুখ্যমন্ত্রী বাড়ি চত্বরে ঢোকাই শুধু নয়, সারা রাত ওই যুবক ছিলেন ভেতরেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দিনরাত যেখানে মুখ্যমন্ত্রীর বাড়িতে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয় সেখানে এরকম ঘটনা ঘটল কী করে? ধৃত যুবককে জিজ্ঞাসবাদ করছে কালীঘাট থানার পুলিস।



এদিকে, ওই ঘটনার পর এ নিয়ে বৈঠকে বসেন পুলিস কমিশনার, ডিজি, ডিসি সাউথ সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় তাঁর বাড়ি চত্বরকে ভাগ করা হয় একাধিক জোনে। তার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছেন পুলিস কর্তারা।


মুখ্যমন্ত্রী বাসভবনকে মূলত তিনটি সিকিউরিটি জোনে ভাগ করা হয়। পাড়ার যেসব গলি তাঁর বাড়ির কাছাকাছি গিয়েছে সেখানে কড়া নজরদারি থাকার কথা। সেই নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে ওই যুবক মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছে গেলেন সেটাই এখন খুঁজে দেখা হচ্ছে। পুলিসের সন্দেহ কোনও অসত্ উদ্দেশ্য নিয়েই ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন। কিন্তু যখন ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন তখন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা কী করছিলেন। কীভাবে তাদের নজর এড়িয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন-Exclusive: রাজনৈতিক হিংসা নিয়ে সরব মোদী, প্রধানমন্ত্রীর মুখে দু'বার বাংলার নাম!


আরও পড়ুন-Exclusive: লোকসভার আগে ফের বঙ্গ বিজেপিতে সক্রিয় মিঠুন, ইঙ্গিত সুকান্তর


আরও পড়ুন-Shantipur: সদ্যোজাতকে ঘরে তালা দিয়ে পালাল মা, ১০ ঘণ্টা পর উদ্ধার দুধের শিশু


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)