ওয়েব ডেস্ক: রাজ্য কংগ্রেসকে বাঁচাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা আব্দুল মান্নান। দলত্যাগ বিরোধী আইনে যে ত্রুটি রয়েছে তা সংশোধনের জন্য শিগগিরি শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে দল। আব্দুল মান্নানের সঙ্গে থাকছেন বিকাশ ভট্টাচার্য।


আরও পড়ুন- দিঘা, মন্দারমণি ঘুরতে যান কিংবা যাবেন! তাহলে এই পরিসংখ্যানটা জেনে রাখুন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কংগ্রেসের ৩জন ও বামফ্রন্টের এক বিধায়ক ইতিমধ্যে জার্সি বদলে তৃণমূলে। কিন্তু, আইনগত জটিলতার কারণে তাঁদের বিধায়ক পদ আদৌ খারিজ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।  


মানস ভুইঞাঁর দলত্যাগ করে তৃণমূলে যাওয়ার পর গতকালই তাঁর অবস্থান জানতে চেয়ে চিঠি দিয়েছে দল। শিগগিরি এনিয়ে অভিযোগ জানানো হবে অধ্যক্ষের কাছেও। কিন্তু প্রথাগত পদ্ধতিতে সম্পূর্ণ ভরসা না রেখে এবার তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস।