নিজস্ব প্রতিবেদন: রাজ্যে পুলিসের স্থায়ী ডিজি পদে নিয়োগ করা হল মনোজ মালব্যকে।  এতদিন অস্থায়ীভাবে ওই দায়িত্বই পালন করছিলেন মালব্য। এবার তাঁকেই স্থায়ী পদে নিয়োগ করল রাজ্য সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবারই রাজ্যপালের সম্মতি সাপেক্ষে নবান্ন থেকে নোটিফিকেশন জারি করে মনোজ মালব্যকে স্থায়ী ডিজি পদে নিয়োগ করা হল। ওই পদে তিনি থাকবেন আগামী ২ বছর।


উল্লেখ্য, গত ৩১ অগাস্ট কার্যনির্বাহী ডিজি হিসেবে দায়িত্ব নেন মালব্য। অগাস্টের শেষ কার্যকালের মেয়াদ শেষ হয় ডিজি বীরেন্দ্রর। তার আগেই ওই পদে ১৯৮৬ ব্যাচের আইপিএস মালব্যের নাম ঘোষণা করে রাজ্য সরকার।


রাজ্যের তরফে ডিজি পদের জন্য পাঠানো হয় ৬টি নাম। এদের মধ্যে ছিলেন মনোজ মালব্য, সুমনবালা সাহু, নীরজ পান্ডে, অধীর শর্মা, গঙ্গেশ্বের সিং, বিবেক সহায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কারো নাম না আসায় ৩১ অগাস্ট মনোজ মালব্যকেই কার্যনির্বাহী ডিজি পদে নিয়োগ করে রাজ্য।


আরও পড়ুন-কেন্দ্র-রাজ্য বৈঠক; স্কুলগুলিতেই ভ্যাকসিনেশন ক্যাম্পের পরিকল্পনা 


রাজ্য সরকার যে তালিকা তৈরি করে তা কোঁজ খবর নিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরেই মেলে অনুমোদন। সেইসব খোঁজখবর নেওয়ার পরই মালব্যের নাম স্থায়ী পদের জন্য ঠিক করে করে কেন্দ্র। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় অস্থায়ী ডিজি পদের বিরোধিতা করার পরও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অসমে নিয়োগ করা হয় অস্থায়ী ডিজি।  সেভাবেই নিয়োগ হয়েছিল মালব্যের। শেষপর্যন্ত তিন মাস পর স্থায়ী পদে আনা  হল মনোজ মালব্যকে।
 
Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)