নিজস্ব প্রতিবেদন: দু'দিনের সফরে অমিত শাহ আসছেন বাংলায়। মেদিনীপুরে তাঁর সভা শনিবার। তবে এই সভায় মূল আকর্ষণ হতে চলেছেন সম্ভবত শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরেই চলছিল তাঁর দলবদলের জল্পনা। শনিবারই সম্ভবত সেই মুহূর্ত আসতে চলেছে। তবে আগ্রহ যে শুভেন্দুকে ঘিরে তা নয়, বরং শুভেন্দুর সঙ্গে কারা কারা যোগ দিতে পারেন, সে নিয়েও তুমুল কৌতূহল বঙ্গের রাজনৈতিক মহলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বনশ্রী মাইতি


দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ইস্তফাপত্র পাঠিয়েছেন উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিনি। শনিবার অমিতের সভামঞ্চে তাঁকে দেখা যেতে পারে বলে খবর। 


শীলভদ্র দত্ত


এ দিন সকালে দল ছেড়েছেন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। তিনিও কি তবে বিজেপির পথে? 


সৈকত পাঁজা


সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় দলবল নিয়ে মন্তেশ্বর থেকে ভাড়া গাড়িতে রওনা দিয়েছেন তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা (Saikat Panja)। তাঁর গন্তব্য মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভা। 


তাপসী মণ্ডল


বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তাঁকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে সিপিএম। 


সুনীল মণ্ডল


কাঁকসায় তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠক করে এসেছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বৈঠকের পর ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি। সুনীল মণ্ডলও বিজেপিতে নাম লেখাতে পারেন শনিবার।   


জিতেন্দ্র তিওয়ারি ও কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুও বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা ছিল। তবে এ দিন নিউ আলিপুরে অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর জিতেন্দ্র জানিয়ে দেন, তৃণমূলেই থাকছেন। আর তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছেন, তাঁকে বিশ্বজিৎ কুণ্ডু ফোনে জানিয়েছেন তৃণমূলের অনুগত সৈনিক হিসেবেই থাকবেন। শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্তত ১০ জন তৃণমূল বিধায়ক শনিবার দল ছাড়বেন। হাতে তুলে নেবেন পদ্মপতাকা। সবমিলিয়ে শনিবারের মেগা যোগদানে কারা কারা থাকেন, সেটাই এখন দেখার। 


আরও পড়ুন- কপ্টারে Amit Shah, সহযাত্রী Suvendu, শনিবারের বারবেলায় মেগা যোগদান