নান্টু হাজরা: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। কোথায়? এবার আগুন লাগল সল্টলেকের ফাল্গুনী বাজার লাগায়ো একটি বস্তিতে। ভষ্মীভূত হয়ে গিয়েছে কমপক্ষের ৫০টি ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্চিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূ্ত্রে খবর, এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি। সল্টেলেকের ফাল্পনী বাজার লাগোয়া বস্তিতে বসবাস করেন বহু পরিবার। ঘড়িতে ৭ বেজে ৩০ মিনিট। এদিন দুপুরে আচমকাই আগুন লেগে যায়। কীভাবে? তা এখনও স্পষ্ট নয়।


এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। চোখের নিমেষে লেলিহান শিখা গ্রাস করে গোটা বস্তিটাকেই। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সঙ্গে একের এক সিলিন্ডার বিস্ফোরণে শব্দ! আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। 



আরও পড়ুন: School Re-open: স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজ্য, সোমবারই খুলছে স্কুল-কলেজ


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে শেষ খবর অনুয়ায়ী, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি খতিয়ে ওই বস্তিতে দমকলমন্ত্রী সুজিত বসু।  তিনি জানান, 'সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে, আগুন ছড়িয়ে পড়ছে। দমকলকর্মীরা জীবন বাজি রেখে কাজ করছে'।



এর আগে, তপসিয়ার একটি কারখায়া বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বাবা ও ছেলের। আহত হন আরও একজন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)