নিজস্ব প্রতিবেদন: শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লাগল লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে। আগুনের তীব্রতা এতটাই যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিপাকে পড়েছেন দমকলকর্মীরা। আহত অবস্থায় একজন মহিলাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের পুলিস কমিশনার সুপ্রতিম সরকারও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘড়িতে তখন রাত ১০টা। আচমকাই আগুন লেগে যায় লেকটাউনের মিনি জয়া সিনেমা হলের চারতলায়। চোখের নিষেমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দ্রুত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত যা খবর, এই অগ্নিকাণ্ডে একজন মহিলা আহত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। 


আরও পড়ুন: চেস্ট এক্স রে, ইউএসজি-সহ প্যাথোলজিক্যাল টেস্টের খরচ বেঁধে দিল স্বাস্থ্য কমিশন


লকডাউনের কারণে দীর্ঘদিন ধরেই সিনেমা হলগুলি বন্ধ। তাহলে আগুন কীভাবে লাগল?  তা এখনও স্পষ্ট নয়। আপাতত আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। যাতে দ্রুত আগুন নিভিয়ে ফেলা যায়। প্রসঙ্গত, দিন কয়েক আগে  নিউ ব্যারাকপুরের একটি গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। দগ্ধ হয়ে প্রাণ হারান ৩ জন শ্রমিক।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)