ওয়েব ডেস্ক: তোলাবাজির তদন্তের নামে অনর্থক হয়রান করছে কলকাতা পুলিস। মুচিপাড়া থানার বিরুদ্ধে অভিযোগ করলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। মুচিপাড়া থানাকেই একটি ইমেল পাঠিয়েছেন তিনি। তোলাবাজির একটি মামলায় নারদকর্তাকে টানা ৩দিন জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। ম্যাথুর অভিযোগ, কাগজে কলমে তোলাবাজির মামলা দেখানো হলেও, আসলে তাঁকে প্রশ্ন করা হচ্ছে নারদ স্টিং অপারেশন নিয়েই। এতে কলকাতা হাইকোর্টের নির্দেশের অবমাননা হচ্ছে বলেও অভিযোগ নারদ কর্তার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নেতাজিনগরে বৃদ্ধা খুনে পুলিসের জালে দুই, তারপরও কাটল না ধোঁয়াশা


২৭ জুন ফের তাঁকে তলব করেছে মুচিপাড়া থাকা। তাঁর কাছে নারদ মামলার গুরুত্বপূর্ণ কিছু নথিপ্রমাণ চেয়েছে মুচিপাড়া থানা। কিন্তু, ওই সকল নথি ইতিমধ্যেই CBI-কে দিয়েছেন নারদ কর্তা। মুচিপাড়া থানাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকেই তা সংগ্রহ করতে অনুরোধ করেছেন তিনি।


আরও পড়ুন  সল্টলেক সেক্টর ফাইভে মানসিক প্রতিবন্ধীদের স্কুল বোধিপীঠের অবস্থা খুবই সঙ্গীন