Firhad Hakim: `গুলি চলবে না! দুষ্কৃতী থাকবে না! তাহলে পুলিস-আদালত উঠে যাবে`
শুনুন, কলকাতার মেয়র কী বললেন?
নিজস্ব প্রতিবেদন: 'কোনও গুলি চলবে না, দুষ্কৃতী থাকবে না! তাহলে তো পুলিস-আদালত উঠে যাবে'। তিলজলায় গুলিকাণ্ডের (Tiljala Firing) পর মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের (Mayor Firhad Hakim)। বললেন, 'বাম আমলের তুলনায় এখন অপরাধ অনেক কম'।
দোলের পরের দিন ফের গুলি চলল শহরে। বাদ গেল না বোমাবাজি ও চপার দিয়ে হামলাও! তিলজলায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত হলেন ২ জন। অভিযোগ, দোলের দিন অর্থাৎ শনিবার স্থানীয় শিবচরণ রায়ের পরিবারের এক মহিলাকে টিটকিরি করেন জীবত রায়ের পরিবারের ছেলে। তখন একপ্রস্ত ঝামেলা হয়েছিল। একে পরের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন দুই পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: Regent Park Murder: 'তোর বউকে আমি বিয়ে করব', মদের আসরে সুজিতকে প্রস্তাব দিলীপের! এরপর...
এদিন সকালে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সকালে শিবচরণ রায় এবং তাঁর ছেলের উপর হামলা করে প্রতিবেশী রায় পরিবারের চারজন। গুলি চলে, বোমাবাজি হয় এলাকায়! খাস কলকাতায় কেন এমন পরিস্থিতি? মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'বাম আমলে একটা গুলি চলেনি? বাম আমলে খুন হয়নি? জঙ্গলমহল সারাদিন জ্বলত। কত লোক মারা যেত। একটা-দুটো ঘটনা হতে পারে। কোনও গুলি চলবে না, দুষ্কৃতী থাকবে না! তাহলে তো পুলিস-আদালত উঠে যাবে'। সঙ্গে যোগ করেন, বিহার-উত্তরপ্রদেশ থেকে শার্প শুটার আসবে না! গুলি-বোমা আসবে না! দেশের মধ্যে অভাবে বর্ডার রেস্ট্রিক করা যায় নাকি? বাম আমলের তুলনায়, অন্য রাজ্যের তুলনায় এখন অপরাধ কম'।
কলকাতার মেয়রকে 'ধন্যবাদ ও অভিনন্দন' জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, 'সহজ সত্যটা দৃঢৃভাবে বলেছেন। এমন স্বগতোক্তি সাধারণত রাজনৈতিক নেতারা করেন না। একজন মন্ত্রী একথা বললে প্রমাণ করলেন, তাঁর দলের অবস্থানটা কী? আইনের শাসন বলতে কি বোঝেন'? সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, 'ফিরহাদ হাকিম রাজ্যের একজন মন্ত্রী। পাড়ার রকে বসে আড্ডা মারা যুবক বললে, মানেটা বুঝতাম। দায়িত্বজ্ঞান মন্তব্য। গুলি-বন্দুক না থাকলে তৃণমূল দলটা থাকবে কি'?
আরও পড়ুন: Behala: OTP ছাড়াই প্রতারণা! ৯ লক্ষ টাকা খোয়া গেল ক্যানসার আক্রান্ত বৃদ্ধার
এর আগে, শুক্রবার দোলের দিন প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে রিজেন্ট পার্ক। বাইরে এসে স্থানীয় বাসিন্দারা দেখেন, নতুন পল্লি এলাকায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। পরে হাসপাতাল মারাও যান গুলিবিদ্ধ ব্যক্তি। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।