ওয়েব ডেস্ক : নারদে CBI হাজিরা এড়ালেন শোভন চট্টোপাধ্যায়। আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়ে সাত দিন সময় চাইলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ED-র পর, CBI তাঁকে নোটিস পাঠায়। আজ নিজাম প্যালেসে যাওয়ার কথা বলা হলেও গেলেন না মেয়র। CBI অফিসারদের দাবি, শোভন চট্টোপাধ্যায়ের তরফে কোনও চিঠি তাঁরা পাননি। আজ হাজিরা না দিলে দ্বিতীয় নোটিস পাঠানো হবে বলে গোয়েন্দা সূত্রে খবর।


প্রসঙ্গত, শুক্রবার শোভন চট্টোপাধ্যায়ের বেহালার বাড়িতে নোটিশ পাঠান গোয়েন্দারা। আজ বেলা ১১টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজির থাকতে বলা হয়। ইডির জেরায় মেয়র দাবি করেছিলেন, নারদ-কর্তার কাছ থেকে কোনও টাকা নেননি। সিবিআই সূত্রে খবর, আজ শোভন চট্টোপাধ্যায়কে তাঁর আয়-ব্যয় সংক্রান্ত নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছিল।


আরও পড়ুন, নারদকাণ্ডে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জেরা করতে তৈরি CBI