ওয়েব ডেস্ক: মেডিকা হাসপাতালের বিরুদ্ধে চিকিত্‍সায় গাফিলতির সুবিচার চেয়ে এবার মুখ্যমন্ত্রীর দরবারে মৃত সুনীল পান্ডের পরিবার। (সঞ্জয় রায়ের চিকিত্সা না করেই ভুয়ো বিল তৈরি করেছিল অ্যাপোলো)


হাসপাতালের তরফে দাবি করা হলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কিন্তু রোগীর দেহে স্টেন্টের অস্তিত্বই পাননি বিশেষজ্ঞরা। সুনীল পান্ডের পাঁজরে মিলেছে অস্ত্রোপচারের দাগ। অটোপ্সি সার্জেনের  অনুমান, স্টেন্ট না বসিয়ে তড়িঘড়ি বাইপাস সার্জারির চেষ্টা হয়েছিল।  অথচ রোগীর বিলেও স্টেন্টের উল্লেখ রয়েছে। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি জানাতেই মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে সুনীল পান্ডের পরিবার। (সঞ্জয় কাণ্ডে দোষী চিকিত্সকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য)