নিজস্ব প্রতিবেদন: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে পুজোর মেগা কার্নিভাল। সাজো সাজো রব রেড রোড জুড়ে। চলছে ফিনিশিং টাচ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ। শারোত্‍সব শেষ। তাতে কী? কার্নিভাল এখনও বাকি। দুর্গা প্রতিমায় থিমের বাহার প্রতিবারই নজর কাড়ে। এবার সেই ছোঁয়া কার্নিভালেও। রাঙা মাটির দেশ থিমের সঙ্গে সামজ্ঞস্য রেখে তৈরি করা হয়েছে দুটি পেল্লাই মঞ্চ। প্লাস্টার অব প্যারিস ও ফাইবারের সূক্ষ কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে পোড়া মাটির এফেক্ট। ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে চারটেয় শুরু হবে কার্নিভাল। কার্নিভালের শেষ মহূর্তের প্রস্ততি চলছে জোরকদমে। 



শোভাযাত্রার শুরুতে পারফর্ম করবে কলকাতা পুলিসের টর্নেডো টিম। 


তারপর একে একে ৭৫টি প্রতিমা কার্নিভালে অংশ নেবে।


প্রতি পুজো কমিটি ৩টি করে ট্যাবলো প্রদর্শন করতে পারবে।


পারফরম্যান্সের জন্য পুজো কমিটি পিছু বরাদ্দ ৩ মিনিট।


মোট ৭৫টি প্রতিমা এবারের কার্নিভালে অংশ নেবে।


শুক্রবারের কার্নিভালে আমন্ত্রিত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আমন্ত্রণ জানানো হয়েছে  দেশ -বিদেশের ৮০ জন অতিথিকেও। এইমুহুর্তে বিভিন্ন কাজে শহরে রয়েছেন এমন হাজার দেড়েক বিদেশি পর্যটকও কার্নিভাল দেখতে থাকবেন রেড রোডে। মেগা কার্নিভালের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন জি ২৪ ঘণ্টায়। বিজ্ঞাপন বিরতি ছাড়া টানা উপভোগ করতে পারবেন কার্নিভাল।       


আরও পড়ুন- আর কবে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করবে কেন্দ্র, জিয়াগঞ্জ খুনে উদ্বেগ ভিএইচপি-র