নিজস্ব প্রতিবেদন: রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রোর নির্মাণ সামগ্রী। এমনটাই অভিযোগ করা হল নির্মাণকারীসংস্থার তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার গভীর রাতে নিরাপত্তারক্ষীদের বেঁধে বুধবার ভোর পর্যন্ত অবাধে মালপত্র লুঠপাট চলে বলে অভিযোগ উঠছে। বাধা দিলে তাদের উপরে হামলা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিস।


আরও পড়ুন-Chinsurah: কালীপুজোয় ৪০১ টাকা চাঁদা দাবি, না দিতেই রাতদুপুরে ভয়ঙ্কর অভিজ্ঞতা পরিবারের



এদিন রাত বারোটা নাগাদ ওই লুঠপাট শুরু হয়ে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। ক্যান্টনমেন্ট এলাকার ওই জায়গায় লোহার যন্ত্রাংশ সহ অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলা হয়। নির্মাণস্থলের কাছেই থাকতেন নিরাপত্তা কর্মীরা। শব্দ পেয়ে তাঁরা বাইরে বেরিয়ে এসে দেখেন ১৫-১৬ জন লোক তারা নির্মাণের যন্ত্রাংশ সরিয়ে ফেলছে। তাদের কাছে অস্ত্র রয়েছে।


আরও পড়ুন-Dengue: লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্ত, ৯ রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষজ্ঞ দল পাঠাল কেন্দ্র


এদিকে, ওইসব দুষ্কৃতীদের বাধা দিলে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট ছোড়া শুরু করে দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় পুলিসে। পুলিস এলে তাদের উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। বাধ্য়া হয়েই পিছু হঠে পুলিস। ওই ঘটনায় নির্মাণের বরাত পাওয়া সংস্থা পুলিসের কাছে লিখিত অভিযোগ করে। জানানো হয় মেট্রো রেল কর্তৃপক্ষকেও।


উল্লেখ্য, গত ৬ মাসে ২ বার এরকম বড়সড় লুঠের ঘটনা ঘটল বলে অভিযোগ নিরাপত্তা কর্মীদের। এতে বিপুল টাকা ক্ষয়ক্ষিত হয়েছে। আগামী দিনে এরকম পরিস্থিতিতে কী ভাবে কাজ হবে তা নিয়েই চিন্তিত ঠিকাদার সংস্থা। ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিস। এনিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসপাশের বাড়িগুলোতেও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)