নিজস্ব প্রতিবেদন : সপ্তাহের প্রথম কাজের দিনেই বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ মেট্রো পরিষেবা৷ দুর্ভোগে অফিস ফেরত মেট্রোযাত্রীরা৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



এদিন শোভাবাজার মেট্রো স্টেশনের থার্ড লাইনে বিদ্যুত্‍ বিভ্রাটের কারণে সন্ধে সাড়ে ছটার পর দাঁড়িয়ে পড়ে মেট্রোর রেক। ICF থেকে নতুন যে রেক বছর দেড়েক আগে আসে, তার মধ্যেই তিন নম্বর ট্রেনে সমস্যার সূত্রপাত। রেকের গোলমালে থার্ড লাইনে বিদ্যুত্‍ও চলে যায়। একের পর এক দাঁড়িয়ে পড়ে মেট্রোর রেক। সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। এর জেরে যাত্রী বিক্ষোভের মুখে পড়তে হয় মেট্রো কর্তৃপক্ষকে। ফলে কিছুটা সমস্যা হয়। সবমিলিয়ে প্রায় ঘণ্টা তিনেকের ওপর সেন্ট্রাল থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকে। এদিকে পাতাল ছেড়ে গন্তব্যে যাওয়ার জন্য সড়ক পথ বেছে নেন মানুষজন। যার জেরে যানজট দেখা দেয় শহরের মেট্রো সংলগ্ন রাস্তাগুলিতে।


আরও পড়ুন - নারদাকাণ্ডে ফের জেরার মুখে প্রাক্তন আইপিএস এসএম এইচ মির্জা


প্রায় সাড়ে তিন ঘণ্টা বাদে ব্যাটারির সাহায্যে রাতের দিকে আটকে পড়া রেকটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর মেট্রো সার্ভিস চালু করা হয়। আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়।  রাত ১০.১৮ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি ট্রেন বিভিন্ন মেট্রো স্টেশনে আটকে থাকা যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে কবি সুভাষ থেকে সেন্ট্রাল পর্যন্ত অবশ্য মেট্রো চলাচল এদিন মোটের ওপর স্বাভাবিক ছিল।