নারদাকাণ্ডে ফের জেরার মুখে প্রাক্তন আইপিএস এসএম এইচ মির্জা

 নারদাকাণ্ডে প্রাক্তন আইপিএস আধিকারিক এসএমএইচ মির্জাকে ফের তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই নিয়ে মোট চারবার তাঁকে জেরা করা হল।

Updated By: Jun 10, 2019, 06:06 PM IST
নারদাকাণ্ডে ফের জেরার মুখে প্রাক্তন আইপিএস এসএম এইচ মির্জা

নিজস্ব প্রতিবেদন:  নারদাকাণ্ডে প্রাক্তন আইপিএস আধিকারিক এসএমএইচ মির্জাকে ফের তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই নিয়ে মোট চারবার তাঁকে জেরা করা হল।

 

সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে সিবিআই দফতরে যান তিনি। সঙ্গে ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। গত বুধবারই তাঁকে জেরা করা হয়। সেসময় তাঁর কাছে ২০১৩-১৪ আয়কর রিটার্ন ফাইল, তাঁর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস-এর তথ্য চাওয়া হয়। এদিন সেই তথ্য নিয়েই দেখা করেন মির্জা। বেশ কিছু গুরূত্বপূর্ণ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি আবার বেশ কিছু এড়িয়েও গিয়েছেন। এসবই যাচাই করে দেখছেন তদন্তকারীরা।  

পুলিস যখন তার কথা শোনে না, মমতার অবিলম্বে পদত্যাগ করা উচিত, বললেন মুকুল

প্রসঙ্গত, নারদা স্টিংকাণ্ডে প্রাথমিক পর্যায়ের তদন্ত শেষ হওয়ার পর শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের তদন্ত। প্রথমবার দেওয়া বিবৃতির ওপর ভিত্তি দ্বিতীয়বার ফের জেরা করা হবে অভিযুক্তদের।

 

.