নিজস্ব প্রতিবেদন: বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ডেপুটি করা হতে পারে মিহির গোস্বামীকে (Mihir Goswami)। এমনটাই খবর বিজেপি সূত্রের। নাটাবাড়ির বিধায়ক মিহির ভোটের আগে দিল্লিতে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলনেতার ডেপুটি হিসেবে ভাবা হচ্ছে মিহির গোস্বামীকে (Mihir Goswami)। আরও বেশ কয়েকটি নাম রয়েছে আলোচনায়। এক বা একাধিক ডেপুটি করা হতে পারে। শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের বিধায়ক। বিধানসভা ভোটে উত্তরবঙ্গ দুহাত ভরিয়ে আসন দিয়েছে বিজেপিকে। সে কারণে উত্তরবঙ্গের কোনও বিধায়ককে ডেপুটি করা হতে পারে। আর তাতে এগিয়ে আছেন অভিজ্ঞ মিহির গোস্বামী। 
 
বিধানসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে সম্পর্কছেদ করেন মিহির (Mihir Goswami)। দিল্লিতে গিয়ে যোগ দেন বিজেপিতে। নাটাবাড়িতে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে হারিয়েছেন। মুকুল-পর্বে মিহির মন্তব্য করেছেন,''কিছু কিছু নেতা আছে যাঁরা ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। বিজেপি ক্ষমতায় আসতে পারে এমন আশা নিয়ে যোগদান করেছিলেন তাঁরা। অনেকে পুরনো দলের স্বার্থসিদ্ধির জন্য যোগ দিয়েছিলেন।'' 


আরও পড়ুন- Dilip-র জায়গায় BJP-র রাজ্য সভাপতি পদে 'বাংলার মেয়ে'কে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)