`চালচোর`-এ গোঁসা Jyotipriya-র, Dilip-র বিরুদ্ধে ঠুকলেন মামলা
`দেখতে চাই ওর কত দম আছে।`
নিজস্ব প্রতিবেদন: কখনও নিশানায় রাজ্যের শাসকদল, তো কখনও আবার পুলিস। বাদ যাচ্ছেন না জনপ্রতিধিরাও। ভোটের মুখে বেলাগাম মন্তব্য করে বিতর্কে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে এবার ব্যাঙ্কশাল আদালতে মামলা করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তাঁর হুঁশিয়ারি, 'প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে যাচ্ছে। যে মন্তব্য কারও করা উচিত নয়। আমি ধারাবাহিকভাবে মামলা করে যাব। দেখতে চাই ওর কত দম আছে।'
Zee ২৪ ঘণ্টাকে ফোনে জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) জানিয়েছেন, 'উনি বলছেন জামা প্যান্ট খুলে নেব রাস্তায়। আমাদের চোর বানাচ্ছেন, চালচোর বলছেন। বলছেন, যেখানে দাঁড়াবে, হারিয়ে দেব। যে কথাগুলি বলছেন, সেগুলি বন্ধ করতে হবে। নগর দায়রা আদালতে গিয়েছি। ২০ নম্বর ঘরে হলফনামা দিয়েছি। কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, রাজনৈতিক দলের সভাপতি এমন মন্তব্য করতে পারেন না।'
আরও পড়ুন: রাজনীতিতে দিলীপ ঘোষের থেকে অভিজ্ঞ অভিষেক, কেন্দ্রের সমালোচনা করে দাবি সৌগতর
উল্লেখ্য, ভোটের মুখে তৃণমূল-বিজেপি তরজায় সরগরম রাজ্য় রাজনীতি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আইনি নোটিশ পাঠান দিলীপ ঘোষ। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, দিলীপ ঘোষ (Dilip Ghosh)-সহ কয়েকজন বিজেপি নেতা অভিষেককে বারেবারেই 'ভাইপো' বলে সম্বোধন করছেন। তবে বিষয়টি মোটেই ভালভাবে নেননি অভিষেক। তিনি বলেছেন, যদি তাঁকেই উদ্দেশ্য করে কিছু বলা হয়, তবে বিজেপি (BJP) নেতৃত্ব যেন তাঁর নাম ধরে তা বলেন। বস্তুত, নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের এক জনসভায় অভিষেক এও বলেন যে, তিনি বিজেপি নেতৃত্বের কারও নামে কিছু বলতে হলে নাম ধরেই বলবেন। এবং সেখানে অন্য কয়েকজন বিজেপি নেতার কথা বলতে গিয়ে দিলীপকে অভিষেক 'গুন্ডা' এবং 'মাফিয়া' বলে উল্লেখ করেন। এরপরই অভিষেককে আইনি নোটিস পাঠান দিলীপ।
(এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি)