জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: 'কারা বোমাবাজি করেছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পারছে'। দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে এবার তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর আশঙ্কা, 'বাংলাকে বারুদের স্তুপে পরিণত করার চেষ্টা নয় তো'। অপরদিকে, বিস্ফোরণকাণ্ডে মুখ্য়মন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট দিলেন রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Governor CV Ananda Bose: দত্তপুকুরে 'গ্রাউন্ড জিরো'য় রাজ্যপাল সিভি আনন্দ বোস....


ব্যবধান মাস তিনেক। ফের বাজি কারখানায় বিস্ফোরণ! এগরার ভয়াবহ স্মৃতি ফিরল দত্তপুকুরে। কীভাবে? NIA তদন্তের দাবি তুলেছে রাজ্য বিজেপি. দলে মুখপাত্র শমীক ভট্টাচার্যের অভিযোগ, 'তৃণমূল মানুষের উপর আস্থা হারিয়ে বোমার উপর আস্থা রেখেছে। তার প্রমাণ, পঞ্চায়েত নির্বাচন। এই বিস্ফোরণের তীব্রতা তৈরি করতে গেলে স্টোন চিপস লাগে। স্টোন চিপস পাওয়া যাচ্ছে, বিভিন্ন রাসায়নিক সন্ধান পাওয়া যাচ্ছে। লুকিয়ে বোমা তৈরি হত, মরণাস্ত্র তৈরি হত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। প্রত্যেক জেলায় জেলায় এই ঘটনা ঘটছে'।


একই সুর শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গলায়ও। নিশীথ প্রামাণিক বলেন, 'কারা মদত করছে, কারা নিয়ন্ত্রণ করছে। বুঝতে পারছি। আমাদের চোখে সামনে পরিষ্কার, স্পষ্ট। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে, গত বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় কারা বোমাবাজি করেছে,কারা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে বোমা মেরেছে, কারা সাধারণ মানুষের উপর আঘাত করেছে। এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পারছে'।


নিশীথের মতে, 'এই যে বারবার বিস্ফোরণের ঘটনা, কোথায় গিয়ে শুধু নির্বাচনগুলিকে কেন্দ্র করে, রাজনৈতিক হিংসার জন্য তো বারুদ মজুত হচ্ছে না।  বাংলাকে বারুদে স্তুপে পরিণত করার চেষ্টা নয় তো'।



আরও পড়ুন: Duttapukur Blast: নিশানায় রাজ্যের শাসকদল, দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি বিজেপি-র


এর আগে, চলতি বছরের মে মাসে পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়বহ বিস্ফোরণ ঘটেছিল বাজি কারখানায়। প্রাণ হারিয়েছিলেন ৫ জন। গুরুতর আহত ৭। তখন রাজ্যে সমস্ত বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে পুলিসকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাহলে? নবান্ন সূত্রে খবর, দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। 'ঠিক কী ঘটেছিল, পুলিস কী কী ব্যবস্থা নিয়েছে? রাজ্য পুলিস ডিজি মনোজ মালব্যের কাছে রিপোর্ট তলব করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে সেই রিপোর্ট জমা দিয়েছে ডিজি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)