Governor CV Ananda Bose: দত্তপুকুরে 'গ্রাউন্ড জিরো'য় রাজ্যপাল সিভি আনন্দ বোস....

হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ।  'পুলিস তদন্ত করছে। মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই', বললেন সিভি আনন্দ বোস।

Updated By: Aug 27, 2023, 09:44 PM IST
Governor CV Ananda Bose:  দত্তপুকুরে 'গ্রাউন্ড জিরো'য় রাজ্যপাল সিভি আনন্দ বোস....

কমলাক্ষ ভট্টাচার্য ও মৈত্রেয়ী ভট্টাচার্য: 'অনেক মূল্য়বান প্রাণ চলে গিয়েছে'। দত্তপুকুরে 'গ্রাউন্ড জিরো'য় রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিস্ফোরণস্থল ঘুরে দেখলেন তিনি। বললেন, 'পুলিস তদন্ত করছে। কার্যকরী ব্য়বস্থা নেওয়া হবে। মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই'।

আরও পড়ুন: Duttapukur Blast: নিশানায় রাজ্যের শাসকদল, দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি বিজেপি-র

ব্যবধান মাস তিনেক। ফের বাজি কারখানায় বিস্ফোরণ! এগরার ভয়াবহ স্মৃতি  ফিরল দত্তপুকুরে। এদিন সাতসকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে দত্তপুকুরের মোচপোল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, মোচপুল পশ্চিমপাড়ায় একটি বাড়ি বাজির কারখানা ছিল। কারখানায় কাজ করতেন মুর্শিদাবাদ-সহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা। 

বিস্ফোরণে সেই বাড়ি এখন কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এমনকী, আশেপাশে যে বাড়িগুলি ছিল, সেই বাড়িগুলির বিভিন্ন অংশও! চারিদিকে ছড়িয়ে পড়ে দেহাংশ। বাজি কারখানায় এখনও পর্যন্ত মৃত ৭। মৃতের তালিকায় ৮ বছরের এক বালক।

এদিকে মিজোরামে সেতু বিপর্যয়ে নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতে মালদহে গিয়েছিলেন রাজ্যপাল। ঝটিকা সফর সেরে শহরে ফেরেন এদিন। এরপর দমদম বিমানবন্দর থেকেই দত্তপুকুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্রেফ বিস্ফোরণস্থল পরিদর্শন, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল। তাঁর আক্ষেপ, 'অনেক মূল্যবান প্রাণ চলে গিয়েছে। খুবই দুঃখজনক ঘটনা'।

এদিকে দত্তপুকুর বিস্ফোরণে কাণ্ডে NIA তদন্তের দাবি তুলল রাজ্য বিজেপি।  দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যের অভিযোগ, 'তৃণমূল মানুষের উপর আস্থা হারিয়ে বোমার উপর আস্থা রেখেছে। তার প্রমাণ, পঞ্চায়েত নির্বাচন। এই বিস্ফোরণের তীব্রতা তৈরি করতে গেলে স্টোন চিপস লাগে। স্টোন চিপস পাওয়া যাচ্ছে, বিভিন্ন রাসায়নিক সন্ধান পাওয়া যাচ্ছে। লুকিয়ে বোমা তৈরি হত, মরণাস্ত্র তৈরি হত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। প্রত্যেক জেলায় জেলায় এই ঘটনা ঘটছে'।

আরও পড়ুন: Duttapukur Blast: নিশানায় রাজ্যের শাসকদল, দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি বিজেপি-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.