কমলাক্ষ ভট্টাচার্য: বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় মিঠুন চক্রবর্তী। বিজেপির কোর কমিটিতে এবার জায়গা পেলেন 'মহাগুরু'। এ রাজ্যে নয়া কমিটির তালিকা ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কমিটিতে রয়েছেন বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের সভায় তাঁর হাত পদ্ম-পতাকা তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ভোটের প্রচারের গোটা রাজ্য চষে বেড়িয়েছিলেন মিঠুন। বিভিন্ন সভায় 'মারব এখানে লাশ পড়বে শ্মশানে', 'আমি জাত গোখরো, এক ছোবলে ছবি'-র মতো বিভিন্ন সিনেমার বিখ্যাত ডায়লগও বলতে শোনা গিয়েছিল। ভোটের ফল প্রকাশিত হওয়ার পর কিন্তু আর বাংলায় আসেননি মিঠুন। 


আরও পড়ুন: Md Salim: প্রশ্নে বাম ঐক্য? সেলিমের খোঁচায় বাড়ল জল্পনা


জুলাইয়ে ফের কলকাতায় আসেন মিঠুন। স্রেফ হেস্টিংসে দলীয় কার্যালয়ে বিধায়কদের সঙ্গে বৈঠক করা নয়, বিজেপির হয়ে পুরোদমে কাজ করার ইঙ্গিত দিয়েছিলেন 'মহাগুরু'। সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, '৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তার মধ্যে ২১ জন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেছেন'। বার্তা দিয়েছিলেন, 'কেবল ঈশ্বরই আমাদের রাজ্যকে বাঁচাতে পারেন'। এরপর সেপ্টেম্বরে পুজো সফরে বালুরঘাট সার্কিট হাইসে থাকার অনুমতি পাননি মিঠুন। মালদহের একটি হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করেছিল বিজেপি নেতৃত্ব।



সেবার বালুরঘাটে যাওয়ার আগে কলকাতার হেস্টিংসে বিজেপি কার্যালয়ে গিয়েছিলেন মিঠুন। সেখানে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, 'আমি একজন ফাইটার, যাকে ন'বার নকডাউন করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি। শেষ যে পাঞ্চ মেরেছিলাম সেটা মনে থাকবে। ঠিক সময়ে পাঞ্চ দেব'। তখন থেকেই মিঠুনের সক্রিয় রাজনীতি আসা নিয়ে জল্পনা চলছিল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)