পুলিসের সামনেই উঠল ‘গোলি মারো’ স্লোগান, এই সাহস আগে দেখাতে পারেনি কেউ: সেলিম
দেশের অর্থনীতি নিয়েও অমিত শাহকে নিশানা করেন সেলিম। বলেন, দেশের অর্থনীতিতে গুজরাটের অবস্থা কোথায়? গুজরাটের দারিদ্র ঢাকতে দেওয়াল তুলতে হয়
নিজস্ব প্রতিবেদন: বিজেপির মিছিলে উঠল ‘গোলি মারো’ স্লোগান। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিসকে নিশানা করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
আরও পড়ুন-ভুবনেশ্বরে সেটিং, যারা ‘গোলি মারো’ স্লোগান দিল তাদেরও জামাই আদর মমতার পুলিসের: সোমেন
সেলিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে কলকাতায় আমরা গোলি মারো স্লোগান শুনলাম। এই সাহস কেউ আগে দেখাতে পারেনি। ঐটা অপরাধমূলক কাজ।।প্রকাশ্যে অমিত শাহ সভায় যাবার সময় পুলিশের সামনে গোলি মারো স্লোগান চলল। পুলিশ একটাকেও ধরতে পারলনা। পুলিস নির্বাক দর্শক হয়ে থাকল।
দিল্লি হিংসার মধ্যেই রাজ্যে বিজেপির সভা থেকে সিএএ নিয়ে কড়া বার্তা দিলেন অমিত শাহ। এনিয়ে সেলিম বলেন, যে বিষ অমিত শাহ আজ কলকাতায় ফেলে গেলেন তার বিরুদ্ধে মিছিল করবে বিজেপি-আরএসএস বিরোধী দলগুলি। শহীদ মিনারের ভূমিকে অপবিত্র করে গিয়েছেন অমিত শাহ। দিল্লির হিংসা নিয়ে শোক প্রকাশ করেননি শাহ। বরং উস্কানি দিয়েছেন।
আরও পড়ুন-দিল্লিতে এত মানুষের প্রাণ গেল কেন; জবাব দিন, শাহকে নিশানা অভিষেকের
দেশের অর্থনীতি নিয়েও অমিত শাহকে নিশানা করেন সেলিম। বলেন, দেশের অর্থনীতিতে গুজরাটের অবস্থা কোথায়? গুজরাটের দারিদ্র ঢাকতে দেওয়াল তুলতে হয়। বিজেপি এলে নাকি চাঙ্গা হয়ে যাবে বাংলা। যেখানে আছেন সেই রাজ্যগুলোর অবস্থা সবাই দেখছি।। আঠারটা এমপি বাংলার জন্য কি করেছে? চ্যালেঞ্জ জানিয়ে বলছি দু তিনজনের বেশি বাকিদের নামও কেউ বলতে পারবেনা।