নিজস্ব প্রতিবেদন: পুজোর আগে ফের রাজ্যে মোহন ভাগবত। এবার তাঁর ঠাসা কর্মসূচি। আর তাতে থাকছে একটা চমকও। ক্লাসিকাল সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খাঁয়ের বাড়িতে যাবেন সরসঙ্ঘ প্রধান। অগাস্টে দু'দফায় শহরে এসেছিলেন মোহন ভাগবত। সেপ্টেম্বরে তাঁর ৫ দিনের সফর। মূলত সাংগঠনিক বৈঠক করতেই তাঁর শহরে আসা। ক্রীড়া ভারতী, আরোগ্য ভারতী, শিক্ষা ভারতী, সেবা ভারতীর মতো আরএসএসের ৩৭টি সংগঠনের প্রমুখ বা প্রধানদের সঙ্গে বৈঠক করবেন মোহন ভাগবত। বাংলায় কত দূর কাজ এগিয়েছে, তার রিপোর্ট চাইবেন সরসঙ্ঘ চালক।                


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ যাবেন রশিদ খাঁয়ের বাড়িতে। সেখানে তাঁর ২ ঘণ্টা থাকার কথা। বিকেল ৫ টায় গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে বক্তব্য রাখবেন। সন্ধে ৭টায় গোলপার্ক থেকে ফিরবেন কেশব ভবনে। শনি ও রবিবার উলুবেড়িয়ার সারদা শিশুমন্দিরে আরএসএসের সভা ও অনুষ্ঠানে থাকবেন ভাগবত। সেখানেই সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। আরএসএসের বিভিন্ন সংগঠনের প্রধানদের সঙ্গে বৈঠক তো রয়েইছে। রাজ্য বিজেপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গেও বৈঠকে বসবেন ভাগবত। মূলত, বাংলায় গেরুয়া সংগঠনের কাজকর্ম কীভাবে এগোচ্ছে, তার খতিয়ান নেবেন সরসঙ্ঘচালক। 



এর আগে ১ অগাস্ট ও ৩১ অগাস্ট রাজ্যে এসেছিলেন মোহন ভাবগত। শেষ দফায় বিজেপি নেতাদের তিনি বার্তা দিয়েছিলেন, শুধুমাত্র তৃণমূল বিরোধিতাকে পুঁজি করে বেশিদূর এগানো সম্ভব নয়। বিকল্প নীতি খুঁজতে হবে বিজেপিকে। 


আরও পড়ুন- বেনজির! যাদবপুরে কীভাবে কেন্দ্রীয়মন্ত্রীকে হেনস্থা, ঘটনাক্রম দেখুন ছবিতে