ওয়েব ডেস্ক: জেসপ কারখানায় বাড়তি নিরাপত্তা বসানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। কারখানা ঘিরে বসানো হচ্ছে কমব্যাট ফোর্স। পুলিস বাহিনীর হাতে থাকবে রাবার বুলেট। আজ জেসপ কারখানায় গিয়ে একথা জানান বারাকপুরের পুলিস কমিশনার তন্ময় রায়চৌধুরী। পুলিস কমিশনারের সঙ্গেই ছিলেন স্থানীয় বিধায়ক ব্রাত্য বসু। আজ আবারও অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে নাশকতার সম্ভাবনাকেই তুলে ধরেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাস ভাড়া করা হোক এই পদ্ধতিতে, তাতে লাভ হবে সকলের


মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। বেলা বারোটা নাগাদ ঘটনাস্থলে যায় সি আই ডি টিমও। দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় গতকাল রাতেই ঘটনাস্থল ঘুরে দেখেন। আগুন লাগার পেছনে তিনিও নাশকতার ইঙ্গিত দিয়েছেন।


আরও পড়ুন ১১ তারিখের পর দমদমের জেসপ কারখানায় ফের আগুন