নিজস্ব প্রতিবেদন:  রাজ্যের সেতুগুলির সাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ পদক্ষেপ করল সরকার।  নিয়োগ করা হচ্ছে  ব্রিজ ইন্সপেকশন ও মনিটারিং সেলে ২১ জন ইঞ্জিনিয়ার। তাঁরা  নিয়ম করে প্রত্যেকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করবে। এই টিমের  মাথায় থাকবে  PWD-র চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়াটার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এই বিশেষজ্ঞ দলে থাকবেন ৪ জন সুপারেন্টেড ইঞ্জিনিয়ার, ৩ জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ১৪ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পরিসংখ্যান বলছে,  PWD- র ১৭৪৯ টি  ব্রিজ আছে।  যার মধ্যে ৭৩৮ টি ব্রিজের স্বাস্থ্য খারাপ।  বেশি বিপদজ্জনক ৯৫ টি।


রাজ্যের বিপদজ্জনক সেতুগুলি রয়েছে...


বীরভূমে- ১৫ টি ব্রিজ


নদিয়া- ৭টি ব্রিজ


পূর্ব বর্ধমান- ৯ টি ব্রিজ


জলপাইগুড়ি- ৯ টি ব্রিজ


হুগলি- ৮ টি ব্রিজ


পুরুলিয়া- ১ টি ব্রিজ


 এদিকে, বৃহস্পতিবার উড়ালপুলকে ছন্দে ফেরাতে দফায় দফায় বৈঠক করেন পূর্ত দফতরের বিশেষজ্ঞ কমিটি।


 বৈঠকে  কী কী সিদ্ধান্ত হয়েছে?


দৃষ্টিভঙ্গি বদলে সংগঠন মজবুতের চেষ্টা, পিকে-র পরামর্শেই কি তৃণমূলের মানসিকতায় 'পরিবর্তন'?


 শুক্রবার থেকেই উড়ালপুলের মেরামতির কাজ শুরু হবে। প্রাথমিকভাবে উড়ালপুলটিতে একাধিক ফাটল ধরা পড়েছে। আপাতত স্টিল প্লেট লাগিয়ে ফাটল বন্ধ করা হবে। যে পিলারে মূলত ফাটল, সেটি মেরামত করতে অন্তত মাস দুয়েক সময় লাগবে। সেক্ষেত্রে নীচে একটি বেইলি ব্রিজ তৈরি করে যান চলাচল স্বাভাবিক রাখা যায় কিনা, তা ভেবে দেখছেন বিশেষজ্ঞরা।


এদিকে, ই এম বাইপাস থেকে বিমানবন্দরগামী রুটে যান চলাচল শুরু হলেও বন্ধ অন্য লেন। বিমানবন্দর থেকে বাইপাসগামী লেন বন্ধ থাকায় অফিস টাইমে তীব্র যানজট নিউটাউনে।