নিজস্ব প্রতিবেদন: হাসপাতাল থেকে ছুটি পেলেন অভিনেত্রী নুসরত। সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ কিছুটা চুপিসারেই হাসপাতাল ছাড়েন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রবিবার রাত ৯.৩০ মিনিট নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় বসিরহাটের সাংসদ নুসরত জাহাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিজনরা। হাসপাতাল সূত্রে জানা যায়, বেশি মাত্রায় ওষুধ খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে রাখা হয় আইসিইউতে। রাতেই তাঁর স্টমাক ওয়াশ করেন চিকিৎসকরা। তার পর থেকে পরিস্থিতি কিছুটা ভাল হয়। 


নুসরতের ঘটনাটি জানিয়ে ফুলবাগান থানায় একটি ডায়েরিও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাতে জানানো হয়েছে, মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের ফলে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। যদিও নুসরত ও তাঁর পরিবারের তরফে লাগাতার বিষয়টি তত গুরুতর নয় বলে জানানো হয়েছে। 


গণপিটুনি রোধ বিল নিয়ে জারি জটিলতা, রাজ্যের কাছে ফের জবাব তলব করলেন রাজ্যপাল


সোমবার দিনভর আইসিইউতে থাকার পর বিকেল ৫টা নাগাদ তাঁকে জেনারেল বেডে পাঠান চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের খবর, এর পর থেকেই তাঁকে ছুটি দেওয়ার জন্য চিকিৎসকদের পীড়াপীড়ি করতে থাকেন নুসরত। আরও কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তাঁকে ছুটি দেন চিকিৎসকরা। সন্ধে ৭টা নাগাদ সবার অগোচরেই হাসপাতাল ছাড়েন তিনি।