করোনা উপসর্গ নিয়ে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি রাজ্যের সাংসদের বাবা
তাঁকে আইসোলেশন কেবিনে রাখা হয়েছে। সুগারও আছে ওই প্রবীণের।
নিজস্ব প্রতিবেদন : জ্বর ও শ্বাসকষ্ট, করোনা উপসর্গ নিয়ে এবার হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের এক সংসদের বাবা। তাঁর শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা, তা জানতে আজই লালারস পরীক্ষা করা হবে। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ওই সাংসদের বাবা।
জানা গিয়েছে, রবিবার হঠাতই অসুস্থ বোধ করেন ওই সাংসদের বাবা। তারপর সন্ধ্যাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর , সেখানে তাঁকে আইসোলেশন কেবিনে রাখা হয়েছে। সুগারও আছে ওই প্রবীণের। অক্সিজেনের পাশাপাশি ইনসুলিনও দেওয়া হচ্ছে।
রাতের দিকে তাঁর শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হয়। সূত্রে খবর, সাংসদের বাবার শরীরে নোভেল করোনাভাইরাস সংক্রমণের একাধিক উপসর্গ রয়েছে। কোভিড-১৯ টেস্টের জন্য আজই তাঁর লালারস সংগ্রহ করা হবে।
সাংসদের বাবার শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা, রিপোর্ট আসার পরই তা চূড়ান্ত করে জানা যাবে। তবে এপ্রসঙ্গে এখনও কোনও তথ্য জানাতে রাজি হয়নি সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন, সন্তান জন্মের পরই করোনায় আক্রান্ত মা, বন্ধ করা হল কলকাতা মেডিক্যালের ইডেন বিল্ডিং