নিজস্ব প্রতিবেদন: বৈঠকে কেউ আসতে বলেনি। তাই যাননি। রাজ্য নেতাদের সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে এই দাবিই করলেন মুকুল রায় (Mukul Roy)। সেই দাবি নস্যাৎ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়,''আমি যত দূর জানি খবর দেওয়া হয়েছিল।''      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যস্তরের নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কিন্তু ওই বৈঠকে অংশ নেননি মুকুল রায় (Mukul Roy)। বিজেপি নেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, মুকুল রায় সবে কোভিড থেকে সুস্থ হয়েছেন। তাঁর স্ত্রী কৃষ্ণা রায় ভেন্টিলেশনে। তবে বৈঠকে তাঁকে আমন্ত্রণ করা হয়নি বলে দাবি করছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। এ দিন Zee ২৪ ঘণ্টাকে মুকুল জানান,''আমাকে কেউ কোনও বৈঠকের কথা জানায়নি। আমি এসবের মধ্যে নেই। আমি নিজের যন্ত্রণায় জ্বলছি।'' 


মুকুলের অনুপস্থিতি প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, ''মুকুল রায়ের পারিবারিক সমস্যা। তাঁর স্ত্রী অসুস্থ। তাই আসতে পারেননি।'' তবে মুকুলকে আমন্ত্রণ করা হয়নি, এই দাবি মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়,''আমার যত দূর জানা আছে, খবর দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন, পারলে আসব।''


মুকুলের স্ত্রীকে হাসপাতালে দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি। সেনিয়ে মুকুল (Mukul Roy) বলেন,''উনি আমাকে বা অন্য কাউকে জানিয়ে হাসপাতালে যাননি। কাকে দেখতে গিয়েছিলেন তাও জানি না।'' দিলীপ ঘোষ জবাব দেন,''অসুস্থকে দেখতে হাসপাতালে যাওয়ার আগে কাউকে জানিয়ে যেতে হয় নাকি!'' গোটা ঘটনায় মুকুল-দিলীপ সম্পর্কে শৈত্য কারও নজর এড়ায়নি। মঙ্গলবার বৈঠককে কেন্দ্র করে তা আরও একবার প্রকট হল!


আরও পড়ুন- Dilip-র বৈঠকে রাজীব-মুকুলের গরহাজিরায় জল্পনা, ব্যাখ্যা দিলেন BJP-র রাজ্য সভাপতি


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)