Mukul: তৃণমূল জিজ্ঞেস করলে তৃণমূল বলব, বিজেপির দরকার হলে বিজেপি বলব
,`আমি স্বাভাবিকভাবে পুরোপুরি তৃণমূলে আছি`, বললেন মুকুল (Mukul Roy)।
নিজস্ব প্রতিবেদন: কৃষ্ণনগরে গিয়ে বলেছিলেন,'উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল।' অনুগামীদের তৎপরতায় পরক্ষণেই শুধরে নিয়েছিলেন ভুল। শুক্রবার বিধানসভায় পিএসি-র বৈঠকে যোগ দিতে আরও একবার মুকুলের (Mukul Roy) মুখে বিজেপির জয়ের কথা। কৃষ্ণনগরে উপনির্বাচন হলে কী হবে? সাংবাদিকদের এই প্রশ্নে মুকুলের জবাব,'উপনির্বাচন তো ঘোষণা করেনি। কৃষ্ণনগরে বিজেপির হয়ে দাঁড়ালে জিতব। তৃণমূলের হয়ে দাঁড়ালে মানুষ সিদ্ধান্ত নেবে।'
এ দিন Zee ২৪ ঘণ্টার প্রতিনিধি প্রশ্ন করেন, বারবার আপনার মুখে বিজেপি চলে আসছে, এটা কেন? আপনি তো তৃণমূলে আছেন? তখন মুকুল (Mukul Roy) বলেন,'না। বিজেপির কাছে জিজ্ঞাসা করলে বিজেপির কাছে জানতে হবে। আমার কাছে জিজ্ঞাসা হলে আমি জবাব দেব। অন্য দলের কাছে প্রশ্ন করলে সে জবাব দেবে। তুমি আমার কাছে জিজ্ঞাসা করলে আমাকে সেই দল হিসেবে জবাব দিতে হবে। তৃণমূল জিজ্ঞেস করলে তৃণমূল বলব। বিজেপির দরকার হলে বিজেপি বলব।' আপনার রাজনৈতিক অবস্থান কী? অকপট মুকুল (Mukul Roy),'আমি স্বাভাবিকভাবে পুরোপুরি তৃণমূলে আছি।'
ত্রিপুরায় তৃণমূলের ফল কেমন হবে? মুকুল (Mukul Roy) দাবি করেন,'আগের চাইতে ভালো হবে। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।' তৃণমূল নেতাদের উপরে 'হামলা' তিনি বলেন,'এটা অন্যায়। ভয় পেয়েছে কিনা জানি না! এটা ঠিক নয়।' আপনি ত্রিপুরায় যাবেন? মুকুলের মন্তব্য,'দল পাঠালে যাব।' তিনি এও স্পষ্ট করেন, বিজেপির তরফে পিএসি চেয়ারম্যান হয়েছেন। স্পিকার মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন।
আরও পড়ুন- CPM: কেন্দ্রীয় কমিটিতে বাংলার 'পঞ্চপাণ্ডব'! ঘুরে দাঁড়াতে নবীন-পথ ধরছে আলিমুদ্দিন