`ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা চলছে`, নারদকাণ্ডে ফের মমতাকে নিশানা মুকুলের
`ভিডিও কোথাও টাকা নিতে দেখা গিয়ে থাকলে, শাস্তি মাথা পেতে নেব।`
নিজস্ব প্রতিবেদন : 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।' শনিবার পর ফের রবিবার তোপ দাগলেন মুকুল রায়। দাবি করলেন, নারদকাণ্ডে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।
এদিন নারদকাণ্ডে ধৃত প্রাক্তন আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে নিয়ে মুকুল রায়ের ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকরা। তদন্তকারী অফিসাররা বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় জানান, গোটা বিষয়ের পুনর্নির্মাণ করতে এসেছিল সিবিআই। এরপরই তিনি ফের নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলেন, "আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কোনও ফুটেজে আমাকে টাকা নিতে দেখা যায়নি।" ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখার জন্য এদিন তাঁর ফ্ল্যাটে ভিডিওগ্রাফিও করেন সিবিআই অফিসাররা। সেই প্রসঙ্গে মুকুল রায় দাবি করেন, "ভিডিও কোথাও টাকা নিতে দেখা গিয়ে থাকলে, শাস্তি মাথা পেতে নেব।"
আরও পড়ুন, চরমে বিতর্ক, বিজেপি নেতা নন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সল্টলেকের পুজো উদ্বোধন করবেন অমিত শাহ
প্রসঙ্গত, সিবিআই-এর কাছে মির্জা দাবি করেছেন, মুকুল রায়ের ফ্ল্যাটেই টাকার লেনদেন হয়েছিল। সেই ফুটেজ খতিয়ে দেখার পরই লেনদেনের ঘটনার পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। আর সেকারণেই আজ মুকুল রায়ের ফ্ল্যাটে মির্জাকে নিয়ে আসেন তাঁরা। মিডিয়ায় প্রকাশিত ফুটেজ ছাড়াও ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে স্টিং অপারেশনের আরও কয়েকটি ভিডিয়ো পান গোয়েন্দারা। সেই ফুটেজেই দেখা যায়, মির্জা ফোনে তাঁর মাধ্যমে কারও সঙ্গে ১ কোটি ৭০ লক্ষ টাকা লেনদেনের কথা বলছেন। শনিবার আড়াই ঘণ্টা মুকুল রায় ও মির্জাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। সূত্রের খবর, মুকুল-মির্জাকে মুখোমুখি বসিয়ে ওই টাকার লেনদেন নিয়ে জেরা করেন তদন্তকারীরা।