নিজস্ব প্রতিবেদন: গত কয়েক দিন ধরে বেসুরো বেজে জল্পনা বাড়াচ্ছিলেন শীলভদ্র দত্ত। সূত্রের খবর, মঙ্গলবার বিজেপি নেতা মুকুল রায়ের বাড়িতে গিয়ে দেখা করলেন বারাকপুরের তৃণমূল বিধায়ক। তবে সাক্ষাতের কথা অস্বীকার করেছেন দু'জনেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, এ দিন বিকালে সল্টলেকের বিডি ব্লকে বিজেপি নেতা মুকুল রায়ের বাড়িতে যান বারাকপুরের তৃণমূল বিধায়ক। যদিও দু'জনকে প্রকাশ্যে দেখা যায়নি। শীলভদ্রের সঙ্গে দেখা করার কথা মানতে চাননি মুকুল রায়। শীলভদ্র-তৃণমূল টানাপোড়েন নতুন নয়। বারাকপুরের দু'বারের বিধায়ক সম্প্রতি দল নিয়ে নিজের অসন্তোষ একাধিকবার প্রকাশ করেছেন। কখনও জনসভা, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে গুঞ্জনের মধ্যেই নতুন করে জল্পনা উসকে দিলেন শীলভদ্র। তৃণমূল বিধায়ক অবশ্য মুকুলের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেননি। তাঁর দাবি, এমন সাক্ষাৎপর্ব হয়নি।  


সদ্য শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূল বিধায়ক মন্তব্য করেছিলেন,'যা করেছে ঠিক।' এরপর শীলভদ্র দত্তের বাড়িতে পৌঁছয় টিম পিকে। পরে তাঁর বাড়িতে যান জ্যোতিপ্রিয় মল্লিক। তবে দক্ষিণশ্বরে পুজো দিতে চলে গিয়েছিলেন শীলভদ্র। জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা আর হয়নি। 


আরও পড়ুন- সেলিম ভালই বলেছেন..., Mamata-কে বিঁধতে CPM নেতার মন্তব্য ধার দিলীপের