নিজস্ব প্রতিবেদন: হালিসহর ও কাঁচরাপাড়া পুরসভা হাতছাড়া হল বিজেপির। আর তখনই শাসক দলকে চাপে ফেলতে আরও একটা দাবি করে বসলেন মুকুল রায়। বিজেপি নেতার বক্তব্য, ১০৭ জন বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভা ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, তৃণমূলের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ করেছিল তৃণমূল। তবে দিলীপ ঘোষ ও মুকুল রায়দের মুখে প্রায়ই শোনা গিয়েছে, তৃণমূলের বিধায়করা যোগ দিতে চলেছেন বিজেপিতে। এমনকি তৃণমূল নেতাদের ফোনে অতিষ্ঠ হয়ে উঠছেন বলে দাবি করেন মুকুল রায়। শনিবার সাংবাদিকদের একটি কাগজ দেখিয়ে মুকুল বলেন,'১০৭ জন বিধায়ক আগামী দিনে বিজেপিতে আসছেন'। 


সকলেই কি তৃণমূলের? মুকুলের জবাব, সিপিএম, কংগ্রেসের বিধায়করা আসছেন। তবে সিংহভাগই তৃণমূলের। কিন্তু কাগজখানি সাংবাদিকদের হাতে দিতে চাননি মুকুল রায়। তাঁর কথায়, 'আপনারা তো দেখতে পারবেনই'।